সোমবার, মার্চ ১৭, ২০২৫

বিশ্বকাপে সাকিবের জায়গায় সুযোগ পেলো বিজয়

সাকিব আল হাসানের বদলি হিসেবে বিশ্বকাপে বাংলাদেশ দলে এনামুল হক বিজয়কে সংযুক্তির আবেদন অনুমোদন করেছে আইসিসি’র ইভেন্ট টেকনিক্যাল কমিটি

by ঢাকাবার্তা ডেস্ক
বিশ্বকাপে সাকিবের জায়গায় সুযোগ পেলো বিজয়

খেলা ডেস্ক।।

সাকিব আল হাসানের বদলি হিসেবে বিশ্বকাপে বাংলাদেশ দলে এনামুল হক বিজয়কে সংযুক্তির আবেদন অনুমোদন করেছে আইসিসি’র ইভেন্ট টেকনিক্যাল কমিটি। আঙুলের চোটে বিশ্বকাপে আর খেলতে পারবেন না সাকিব। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে ৮২ রানের ইনিংস খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। পরে এক্স-রেতে চিড় ধরা পড়ে। বিশ্বকাপে বাংলাদেশের বাকি একটি ম্যাচ না খেলেই আজ সন্ধ্যায় দেশে ফিরছেন সাকিব।

৩০ বছর বয়সী এনামুল হক বিজয়কে সাকিবের বদলি খেলোয়াড় হিসেবে নেওয়ার কথা আইসিসিকে জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির ইভেন্ট টেকনিক্যাল কমিটি তাকে খেলার অনুমতি দিলো। বদলি খেলোয়াড়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগে। আজ আইসিসির ওয়েবসাইটে এনামুলকে বদলি হিসেবে অনুমোদন দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়।

এনামুল হক বিজয় বাংলাদেশের হয়ে ৪৫টি ওয়ানডে খেলেছেন। ২৯.৯৫ গড়ে ৩টি শতকসহ ১২৫৮ রান করেছেন এই টপঅর্ডার ব্যাটার। এটি ক্যারিয়ারে তার দ্বিতীয় বিশ্বকাপ।

এর আগে ২০১৫ বিশ্বকাপে ৩ ম্যাচ খেলেন এনামুল। আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ২ ম্যাচেই ২৯ রানে আউট হন। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিলেন তিনি।

 

পুনেতে ১১ই নভেম্বর বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সাকিবকে ছাড়াই ম্যাচটি খেলতে হবে মুশফিকদের। চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা নিশ্চিত করতে ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচামরার লড়াই।

 

আরও পড়ুন: ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net