বিদেশ ডেস্ক।।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মূল্যবান হিরা বেচাকেনার বাণিজ্যিক কার্যালয় সুরাট ডায়মন্ড বোর্স উদ্বোধন করেছেন। এটি বিশ্বের সবচেয়ে বড় অফিসের স্থানটি দখল করেছে। গুজরাটের সুরাট জেলার এই ভবনটি মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছে। আজ রোববার এই তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।
সুরাট ডায়মন্ড বোর্স ভবন মূল্যবান হিরা বেচাকেনার বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বিবেচিত। গতকাল শনিবার এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্যে থাকবে আমদানি-রপ্তানির জন্য একটি অত্যাধুনিক ‘কাস্টমস ক্লিয়ারিং হাউস’ , খুচরা গয়না বেচাকেনার জন্য শপিং মল এবং আন্তর্জাতিক ব্যাংকিং ও নিরাপত্তা ভল্ট সুবিধা।
দেশি-বিদেশী ব্যবসায়ীদের জন্য এতে থাকছে সাড়ে চার হাজার অফিস। এই প্রকল্পের প্রধান মহেশ গাধবি সিএনএনকে জানান, নতুন ভবনটি হাজারো মানুষের অর্থ ও সময় বাঁচাবে। অনেক ব্যবসায়ীকে প্রায় প্রতিদিনই ব্যবসার জন্য ট্রেনে করে মুম্বাই যেতে হত, যার প্রয়োজন এখন আর থাকছে না। এই ভবনে ২০ লাখ বর্গফুট জায়গা জুড়ে বিনোদনকেন্দ্র ও পার্কিং এলাকা থাকছে।