বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

বুধবার চীন যাচ্ছে আ.লীগের প্রতিনিধি দল

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকছেন— দলটির আন্তর্জাতিক উপকমিটির সদস্য খালেদ মাসুদ আহমেদ, তরুণ কান্তি দাস ও সুমন কুন্ডু

by ঢাকাবার্তা ডেস্ক
বুধবার চীন যাচ্ছে আ.লীগের প্রতিনিধি দল

রাজনীতি ডেস্ক।।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আগামী বুধবার (৮ নভেম্বর) দেশটিতে সফরে যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকছেন— দলটির আন্তর্জাতিক উপকমিটির সদস্য খালেদ মাসুদ আহমেদ, তরুণ কান্তি দাস ও সুমন কুন্ডু।

চীন সফরের বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিনিধি দলের এক সদস্য। তিনি জানান, ৮ নভেম্বর বিকাল ৩টার দিকে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা। সফরকারী দলের প্রধান মুহাম্মদ ফারুক খান ১২ নভেম্বর দেশে ফিরলেও বাকি তিন জন ১৪ নভেম্বর দেশে ফিরবেন।

জানা গেছে, সফরকালে আওয়ামী লীগের নেতারা চীনের ক্ষমতাসীন পার্টির নেতাদের সঙ্গে দ্বপক্ষীয় বৈঠক করবেন। সেখানে সমসাময়িক রাজনৈতিক বিষয় ছাড়াও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হতে পারে। এর আগে গত ২২ মে মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে আওয়ামী লীগের ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যায়। সফর শেষে তারা ৩১ মে দেশে ফেরে। এরপর জুলাই মাসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর ১২ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফর করে। সেখানে নেতৃত্ব দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এছাড়া ওই দলে আরও ছিলেন— জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।

 

আরও পড়ুন: বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামানকে তুলে নেওয়ার অভিযোগ

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net