বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

বৃষ্টিতে খেলা বন্ধ, ডিএলএস হলে জিতবে পাকিস্তান

৫০ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪০১  রান।

by ঢাকাবার্তা ডেস্ক
বৃষ্টিতে খেলা বন্ধ, ডিএলএস হলে জিতবে পাকিস্তান

খেলা ডেস্ক।।

বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে গেছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ। তবে খেলা যদি আর না হয় তাহলে জয় পাবে পাকিস্তান। কারণ বৃষ্টি আইনে দলটি নিউজিল্যান্ডের চেয়ে ১০ রানে এগিয়ে আছে।

ফখর জামানের ঝড়ের গতিতে সেঞ্চুরি, লড়ছে পাকিস্তান  

নিউজিল্যান্ডের দেওয়া ৪০২ রান তাড়া করতে নেমে ঝড়ো শুরু করে পেয়েছে পাকিস্তান। ইতিমধ্যে ৬৩ বলে বিস্ফোরক সেঞ্চুরি তুলে নিয়েছেন ফখর জামান। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন অধিনায়ক বাবর আজম। ১৯.৫ ওভারে ১ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৫১ রান।

Fakhar Zaman reached fifty off 39 balls, New Zealand vs Pakistan, ODI World Cup, Bengaluru, November 4, 2023

রাচিন রবীন্দ্রর সেঞ্চুরি

উইলিয়ামসন না পারলেও পাকিস্তানের বিপক্ষে রাচিন  আরো একটি সেঞ্চুরি তুলে নিয়েছেন। এই বিশ্বকাপে রাচিনের তৃতীয় সেঞ্চুরি এটি।  ফেরার আগে ১০৮ রান করেন তিনি। ৫০ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪০১  রান।

সেঞ্চুরির কাছে গিয়ে ফিরলেন উইলিয়ামসন

দারুণ ব্যাটিং করছিলেন কেন উইলিয়ামসন। কিন্তু সেঞ্চুরির কাছে গিয়ে ফিরলেন তিনি। ৯৫ রানে আউট হলেন এই কিউই অধিনায়ক।

রাচিন-উইলিয়ামসনের জুটিতে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড

 

Rachin Ravindra brought up his third century of the World Cup, New Zealand vs Pakistan, ODI World Cup, Bengaluru, November 4, 2023

 

বাংলাদেশের বিপক্ষে ফিফটি করলেও ইনজুরিতে ছিটকে গিয়েছিলেন। এরপর কয়েক ম্যাচ বাইরে থাকার পর আজ পাকিস্তানের বিপক্ষেও ফিরে ফিফটি করলেন কেন উইলিয়ামসন। চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা রাচিন রবীন্দ্রও আজ ফিফটি করেছেন। দুজনের ১৩২ রানের জুটিতে বড় সংগ্রহের পথে কিউইরা। ২৯ ওভারে ১ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ২০০ রান।

 

প্রথম উইকেট হারালো নিউজিল্যান্ড

প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান তুলেছিল নিউজিল্যান্ড। পাওয়ার প্লে শেষে দ্রুতই ডেভন কনওয়েকে ফিরিয়ে নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভেঞেছে পাকিস্তান। হাসান আলির বলে আউট হওয়ার আগে ৩৫ রান করেন কনওয়ে। ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ৯০ রান।

Fifty on comeback: Kane Williamson raises the bat, New Zealand vs Pakistan, ODI World Cup, Bengaluru, November 4, 2023

টস জিতে বোলিংয়ে পাকিস্তান 

চলতি বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করবে পাকিস্তান। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাবর আজমের দলের।

এই ম্যাচ দিয়ে একাদশে ফিরেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে একমাত্র ম্যাচ খেলেন তিনি। ওই ম্যাচেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন এই ডানহাতি ব্যাটার।

নিউজিল্যান্ড একাদশ- ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামস(অধিনায়ক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ইশ শোধি।

Devon Conway and Rachin Ravindra got off to a steady start, New Zealand vs Pakistan, ODI World Cup, Bengaluru, November 4, 2023

পাকিস্তান একাদশ– আবদুল্লাহ শফিক, ফকর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আঘা সালমান, হাসান আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net