স্টাফ রিপোর্টার ।। রাজধানীর বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো পুলিশ বক্স তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘এতে (যত্রতত্র পুলিশ বক্স) শহরটা নষ্ট হয়ে যায়, শহর দেখতে ভালো লাগে না।’ গতকাল রবিবার রাজধানীর ফার্মগেটে ফুটওভার ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আতিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএনসিসির মেয়র বলেন, ‘আমি একটি ট্রাফিক পুলিশ বক্স উঠিয়ে দিয়েছিলাম। কারণ সেখানে আট ইঞ্চি ঢালাই দিয়ে পুলিশ বক্স বানানো হয়েছে। অথচ বিষয়টি সিটি করপোরেশন জানে না। এখন ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন নিয়ে পুলিশ বক্স তৈরি হচ্ছে। এতে শহরটা নষ্ট হয়ে যায়, শহর দেখতে ভালো লাগে না। আপনারা যেখানে পুলিশ বক্স বসাবেন, সেখানে আমরা ডিএমপির কমিশনারের মাধ্যমে বা অ্যাডিশনাল (অতিরিক্ত) কমিশনারের মাধ্যমে নন্দিত পুলিশ বক্স বানিয়ে দেব।’
এর আগে মেয়র বলেন, ‘ফার্মগেট ফুটওভার ব্রিজের ওপর কোনো কাউন্সিলর দোকান বরাদ্দ দিতে পারবেন না। ফুটওভার ব্রিজটি হবে হকারমুক্ত। ডিএনসিসি ও ডিএমপি মিলে ব্রিজটি হকারমুক্ত দেখতে চাই। কারণ ফার্মগেট ফুটওভার ব্রিজ আমাদের একটি হার্ট। যদি এখানে কোনো হকার বসে, তাহলে এটি নষ্ট হয়ে যাবে। এখানে যেন কোনো হকার না বসতে পারে এবং কোনো ভবঘুরে যেন না থাকতে পারে, এজন্য আমি ডিএমপি কমিশনারকে অনুরোধ জানাচ্ছি। আমি বলে দিচ্ছি, হকার উচ্ছেদ বিষয়ে আমার কোনো সুপারিশ কল আপনার কাছে যাবে না।’
এ ছাড়া ফার্মগেটের আনোয়ারা উদ্যান নিয়ে তিনি বলেন, ‘শুনলাম আনোয়ারা উদ্যানে যারা মেট্রোরেল তৈরি করছেন, তারা নাকি এখানে একটা মার্কেট করবেন। যারা মাঠ নষ্ট করে মার্কেট করতে চান, আমি তাদের বলছি, আমি জনগণকে নিয়ে তা প্রতিহত করব।’