খেলা ডেস্ক।।
বিশ্বকাপে পুরো আসর জুড়েই বাজে পারফরম্যান্স ছিল বাংলাদেশের। তার মধ্যে ব্যাটিং অর্ডারের অবস্থা ছিল অনির্ধারিত। যখন খুশি অদল-বদল করা হয়েছে।
প্রতিটি হারের পরই অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে। তাদের এও প্রশ্ন করা হয়েছে ব্যাটিং অর্ডার নির্ধারিত না থাকায় সেটা খেলোয়াড়দের অস্থিরতার মধ্যে ফেলছে কিনা। যার জবাবে প্রতিবারই জোর গলায় না বলেছেন তারা। গতকাল অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজয়ের পর অবশেষে ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্বীকার করে বলেছেন, ‘সত্যি করে যদি বলি, ব্যাটিং অর্ডার অদল-বদল না করলেই আমাদের জন্য ভালো হয়।’