সোমবার, মার্চ ১৭, ২০২৫

ব্যাটিং অর্ডার পরিবর্তনে প্রভাব পড়ছে, স্বীকার করেছেন শান্ত

শান্ত শুরুতে এসব সিদ্ধান্তের পক্ষে কথা বললেও পরে সমস্যার কথা স্বীকার করেছেন, ‘আসলে কিছু দলের বিপক্ষে খেলার সময় তাদের শক্তি অনুযায়ী এই কৌশল গ্রহণ করতেই হয়

by ঢাকাবার্তা ডেস্ক
ব্যাটিং অর্ডার পরিবর্তনে প্রভাব পড়ছে, স্বীকার করেছেন শান্ত

খেলা ডেস্ক।।

বিশ্বকাপে পুরো আসর জুড়েই বাজে পারফরম্যান্স ছিল বাংলাদেশের। তার মধ্যে ব্যাটিং অর্ডারের অবস্থা ছিল অনির্ধারিত। যখন খুশি অদল-বদল করা হয়েছে।

প্রতিটি হারের পরই অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে। তাদের এও প্রশ্ন করা হয়েছে ব্যাটিং অর্ডার নির্ধারিত না থাকায় সেটা খেলোয়াড়দের অস্থিরতার মধ্যে ফেলছে কিনা। যার জবাবে প্রতিবারই জোর গলায় না বলেছেন তারা। গতকাল অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজয়ের পর অবশেষে ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্বীকার করে বলেছেন, ‘সত্যি করে যদি বলি, ব্যাটিং অর্ডার অদল-বদল না করলেই আমাদের জন্য ভালো হয়।’

বিশ্বকাপের শুরুটা প্রত্যাশা মতোই হয়েছিল বাংলাদেশের। আফগানিস্তানকে হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে। ওই ম্যাচে মিরাজকে খেলানো হয় তিন নম্বরে। যার সুযোগটা অবশ্য ওই ম্যাচে কাজে লাগান তিনি। দেখা পান হাফসেঞ্চুরির। তার পর থেকে মিরাজের ব্যাটিং অর্ডার বদল করায় ঠিক থাকেনি বাকিদের ব্যাটিং পজিশন। শুধু লিটন দাস ও তানজিদ হাসান ছাড়া শান্ত, হৃদয়, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম আসরের প্রতিটি ম্যাচেই বিভিন্ন পজিশনে ব্যাট করেছেন। যে সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন অনেকে।
শান্ত শুরুতে এসব সিদ্ধান্তের পক্ষে কথা বললেও পরে সমস্যার কথা স্বীকার করেছেন, ‘আসলে কিছু দলের বিপক্ষে খেলার সময় তাদের শক্তি অনুযায়ী এই কৌশল গ্রহণ করতেই হয়। কিন্তু আমার মনে হয় এসব আমরা যত কম করবো ততই মঙ্গল। বিশ্বকাপে অনেক অদল-বদল হয়েছে। সবগুলোই করা হয়েছে ইতিবাচক মানসিকতা নিয়ে। তবে এগুলো না করলেই সবচেয়ে ভালো।’

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net