হামাসের হামলায় বিধ্বস্ত ইসরাইল। এরইমধ্যে ৬০০ জনেরও বেশি ইসরাইলি নিহত হয়েছে এ হামলায়। এমন অবস্থায় ইসরাইলের প্রতি সহমর্মিতা জানিয়ে ব্রাসেলস হেডকোয়ার্টারে ইসরাইলের পতাকা উড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সোশ্যাল মিডিয়া এক্সে সেই ছবি পোস্টও করা হয়েছে জোটটির তরফে। এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যায়িত করে। এতে বলা হয়, আজ আমাদের হেডকোয়ার্টারের সামনে ইসরাইলের পতাকা সম্মানের সঙ্গে উড়ছে। হামাসের সন্ত্রাসীরা নিরীহ ইসরাইলী নারী ও শিশুদের অপহরণ ও হত্যার মাধ্যমে ইসরাইলের বুকে আঘাত হেনেছে। এই ভয়াবহ হামলার ভিক্টিমদের জন্য আমরা গভীরভাবে শোকাহত।
আরও পড়ুনঃ এবার ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে হামলা হিজবুল্লাহর