শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

বড়দিনের রাতেও গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৭০

কয়েক ডজন আহত ব্যক্তিকে মাগাজি থেকে কাছাকাছি আল-আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফুটেজে কিছু শিশুকে রক্তাক্ত অবস্থায় ব্যাগে মুড়িয়ে বাইরে রাখতে দেখা গেছে। ওই এলাকায় অসংখ্য পরিবার বসবাস করায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আশরাফ।

by ঢাকাবার্তা ডেস্ক
বড়দিনের রাতেও গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৭০

বিদেশ ডেস্ক।।

বড়দিনেও হামলা করা থেকে বিরত থাকেনি ইসরায়েল। গাজা উপত্যকার কেন্দ্রে অবস্থিত আল-মাগাজি শরণার্থী শিবিরে রবিবার (২৫ ডিসেম্বর) বিমান হামলা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এ হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। রবিববার গভীর রাতে এই হামলা চালানো হয়। এতে তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদ্রা বলেন, একটি ঘনবসতিপূর্ণ আবাসিক ব্লক ধ্বংস করা হয়েছে।

কয়েক ডজন আহত ব্যক্তিকে মাগাজি থেকে কাছাকাছি আল-আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফুটেজে কিছু শিশুকে রক্তাক্ত অবস্থায় ব্যাগে মুড়িয়ে বাইরে রাখতে দেখা গেছে। ওই এলাকায় অসংখ্য পরিবার বসবাস করায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আশরাফ।

এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী কাছে জানতে চাওয়া হলে বিবিসিকে তারা বলেন, হামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইসরায়েল ও আরব মিডিয়া বলছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য একটি নতুন প্রস্তাব পেশ করেছে গাজা উপত্যকার সীমান্তবর্তী দেশ মিসর। গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা করে হামাস। এর জবাবে ওইদিনই পাল্টা হামলা করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের ওই পাল্টা হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এ হামলায় আহত হয়েছেন আরও ৫৪ হাজার মানুষ। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। এসময় হামাসের হাতে জিম্মি হয়েছেন আরও প্রায় ২৪০ জন।

 

আরও পড়ুন: মৃত্যুর পর বড় ইউটিউবার হওয়ার স্বপ্ন পূরণ হলো গাজার ছোট্ট আনি এলদৌসের

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net