রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

ভারতকে কাঁদিয়ে ষষ্ঠবার ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

আজ ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ২৪০ রান করে ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন কে এল রাহুল। এছাড়া বিরাট কোহলির ব্যাট থেকে ৫৪ রান

by ঢাকাবার্তা ডেস্ক
ভারতকে কাঁদিয়ে ষষ্ঠবার ওয়ানডে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক।।

গ্যালারিতে ১ লাখ ৩২ হাজার দর্শক। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে স্বাগতিক ভারত। ১৩০ কোটি জনসংখ্যার দেশে যেন উৎসব লেগেছিল, সবারই একটাই আশা বিশ্বকাপের শিরোপা জেতা। কিন্তু সেই স্বপ্ন ভেঙে দিলো অস্ট্রেলিয়া। ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্টবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতলো অজিরা।

   Australia celebrate their sixth triumph in 50-overs World Cups, India vs Australia, Men's ODI World Cup final, Ahmedabad, November 19, 2023

আজ ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ২৪০ রান করে ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন কে এল রাহুল। এছাড়া বিরাট কোহলির ব্যাট থেকে ৫৪ রান। অজিদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। লক্ষ্য তাড়ায় ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে অজিরা। তবে এরপর ট্রাভিস হেডের দুরন্ত সেঞ্চুরিতে ৭ ওভার বাকি থাকতে জয় পায় অজিরা।

হেডের ব্যাট থেকে আসে ১২০ বলে ১৫ চার ও চার ছক্কায় ১৩৭ রানের ইনিংস। এছাড়া ৫৮ রান করেন মার্নাস লাবুশানে।

Marnus Labuschagne acknowledges the applause on registering a half-century in the World Cup final, India vs Australia, Men's ODI World Cup final, Ahmedabad, November 19, 2023

 

হেডের ব্যাটে বিশ্ব জয়ের পথে অস্ট্রেলিয়া 

৪৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। এরপর ট্রাভিস হেড ও মার্নাস লাবুশানে মিলে চাপ সামলান। দুজনের জুটিতে ইতিমধ্যে ১০০ রান পার হয়েছে। জয়ের জন্য আর প্রয়োজন ১৯ ওভারে ৭১ রান।

Virat Kohli looks on during the chase, India vs Australia, Men's ODI World Cup final, Ahmedabad, November 19, 2023

 

স্মিথকেও ফেরালেন বুমরাহ 

মিচেল মার্শের পর স্টিভেন স্মিথকেও ফিরিয়ে দিলেন জাসপ্রিত বুমরাহ। এই ডানহাতি পেসারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে ফেরেন তিনি। ৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫১ রান।

Travis Head and Marnus Labuschagne made all the noise in the Narendra Modi Stadium, India vs Australia, Men's ODI World Cup final, Ahmedabad, November 19, 2023

এবার ফিরলেন মার্শ 

রান যেমন উঠছে তেমনই উইকেটও হারাচ্ছে অস্ট্রেলিয়া। এবার ফিরে গেলেন মিচেল মার্শ। জাসপ্রিত বুমরাহর বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন ১৫ বলে ১৫ রান করা এই বাঁহাতি। ৫ ওভারে ২ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ ৪১ রান।

 

Virat Kohli and Jasprit Bumrah made contributions with bat and ball respectively, India vs Australia, Men's ODI World Cup final, Ahmedabad, November 19, 2023

 

প্রথম ওভারে ১৫, দ্বিতীয় ওভারেই ফিরলেন ওয়ার্নার 

২৪১ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ১৫ রান যোগ হয় অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে। কিন্তু দ্বিতীয় ওভারেই ডেভিড ওয়ার্নারকে হারায় তারা। মোহাম্মদ শামির বলে স্লিপে বিরাট কোহলির ক্যাচ হয়ে ফেরেন তিনি।

 

আরও পড়ুন: ফাইনালে ভারতকে ২৪০ রানে আটকে দিলো অস্ট্রেলিয়া

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net