খেলা ডেস্ক।।
বিশ্বকাপে নেদারল্যান্ডসকে পেয়ে রান উৎসব করলো ভারত। স্বাগতিকদের ব্যাটিং লাইনের প্রথম পাঁচ ব্যাটারই খেলেছে পঞ্চাশ ছাড়ানো ইনিংস। তাদের মধ্যে দুজন করেছেন সেঞ্চুরি।
বেঙ্গালুরুতে টসে জিতে ব্যাটিং নিয়ে ভারত বিশ্বকাপে তাদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ করেছে। স্কোর ৪ উইকেটে ৪১০ রান। তাতে প্রথম পাঁচজনই অবদান রেখেছেন পঞ্চাশের বেশি রান করে, যা বিশ্বকাপে প্রথম ও ওয়ানডে ইতিহাসে তৃতীয়বার।
শুবমান গিলের সঙ্গে রোহিত শর্মা ১২তম ওভারে একশ রানের জুটি গড়েন। গিল ৫১ রান করে থামলে ভাঙে এই জুটি। রোহিত বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি বিরাট কোহলিকে। তবে ৫৪ বলে ৬১ রান করে রেকর্ড গড়েছেন তিনি। ভারতের অধিনায়ক হিসেবে এক বিশ্বকাপে সর্বোচ্চ ৫০৩ রান করেছেন রোহিত। তাছাড়া প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয় বিশ্বকাপে পাঁচশর বেশি রান করার কৃতিত্ব গড়লেন তিনি। তাকে আউট করে নেদারল্যান্ডসের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন বাস ডি লিড।
শ্রেয়াস আইয়ারকে নিয়ে কোহলি দলগত স্কোর দুইশতে নেন। তারপর থামতে হয় তাকে। এই বিশ্বকাপে সপ্তম হাফ সেঞ্চুরিতে এক বিশ্বকাপে সর্বোচ্চ পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলা শচীন টেন্ডুলকার ও সাকিব আল হাসানের পাশে বসেছেন কোহলি। তিনি ৫৬ বলে ৫১ রান করেন।
দুইশ রানে তৃতীয় উইকেট হারানোর পর ভারত আইয়ার ও লোকেশ রাহুলের জুটিতে ইনিংস শেষ করার পথে ছিল। তারা দুজনে দুইশর বেশি রান তোলেন, দুজনেই করেন সেঞ্চুরি। শেষ ওভারের প্রথম দুই বলে ছক্কা মেরে শতকে পৌঁছান রাহুল, তাতে স্কোরও চারশ ছাড়ায়। ৬২ বলে ভারতের হয়ে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি করেন এই ব্যাটার। এই আসরেই ৬৩ বলে রোহিতের সে্ঞ্চুরির রেকর্ড ভাঙলেন রাহুল। ইনিংসের এক বল বাকি থাকতে আউট হন তিনি, ৬৪ বলে ১১ চার ও ৪ ছয়ে ১০২ রান করেন। আইয়ার ও রাহুলের জুটি ছিল ২০৮ রানের। ৯৪ বলে ১০ চার ও ৫ ছয়ে ১২৮ রানে অপরাজিত ছিলেন আইয়ার।
বোলিং ইনিংসের শুরুতেই দলীয় দ্বিতীয় ওভার ও সিরাজের প্রথম ওভারের তৃতীয় বলে নেদারল্যান্ডের ওপেনার ব্যাটার ব্রেসসি াউটসাউইড এজে কে এল রাহুলের হাতে ক্যাচ তুলে দেন। রিভিউ নিলেও সেটি আউটই হয়।
আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে শেষটা রাঙালো ইংল্যান্ড