শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

ভারতের কিংবদন্তী অধিনায়ক বিষেণ সিং বেদী চলে গেলেন

৭৭ বছরে চিরবিদায় নিলেন ভারত ক্রিকেট দলকে ২২ ম্যাচে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটার।

by ঢাকাবার্তা ডেস্ক
ভারতের কিংবদন্তী অধিনায়ক বিষেণ সিং বেদী চলে গেলেন

খেলা ডেস্ক।।

বিশ্বকাপে এবার দারুণ গতিতে ছুটছে ভারতীয় দল। তবে এরমধ্যেই হতাশার খবর ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য। কিংবদন্তি স্পিনার বিষেণ সিং বেদী মারা গেছেন। ৭৭ বছরে চিরবিদায় নিলেন ভারতীয় ক্রিকেট দলকে ২২ ম্যাচে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটার। দুই বছর আগে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গুরুতর অসুস্থ হয়েছিলেন বেদী। দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল তাকে। সেবার সুস্থ হয়ে ফিরলেও এবার আর ফিরতে পারেননি। তবে অনেক দিন থেকেই অসুস্থ ছিলেন তিনি।

১৯৬৬ সালে ভারতীয় দলে অভিষেক বেদীর। এক যুগের বেশি সময় দাপট দেখিয়েছেন এই বাঁ হাতি স্পিনার। তর্কাতীতভাবে দেশটির সেরা বাঁ হাতি স্পিনার ভাবা হয় তাকে। ভারতের স্পিন বোলিংয়ে বিপ্লব আনার কারিগর তিনি। দেশের হয়ে ৬৭ টেস্টে ২৬৬ উইকেট নিয়েছিলেন। আর ১০টি ওয়ানডে ম্যাচে নিয়েছেন ৭ উইকেট।

ক্যারিয়ারে মাত্র ১০টি ওয়ানডে খেললেও ইরাপল্লী প্রসন্ন, বিএস চন্দ্রশেখর এবং এস ভেঙ্কটরাঘবনের সঙ্গে ভারতের প্রথম জয়ের অন্যতম নায়ক বেদী। ১৯৭৫ সালের বিশ্বকাপে ইস্ট আফ্রিকার বিপক্ষে ১২ ওভারে ৮টি মেডেন এবং মাত্র ৬ রান দিয়ে ১টি উইকেট নিয়েছিলেন এই কিংবদন্তি।

অবসরের পরও ভারতের ক্রিকেটে বিভিন্নভাবে যুক্ত ছিলেন। ১৯৯০ সালে ভারতীয় ক্রিকেট দলের নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফরে ম্যানেজার ছিলেন। ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের দল নির্বাচন কমিটিতেও। মেন্টরের ভূমিকাতেও দেখা গিয়েছে তাকে।

 

আরও পড়ুনঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও নেই তাসকিন

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net