সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

ভারতের পাঁচ উইকেট নিয়ে সেলফি তুলবেন বলে হুমকি আফ্রিদির

ভারতের আহমেদাবাদে সামনাসামনি দাঁড়াচ্ছে দুই দল

by ঢাকাবার্তা ডেস্ক
ভারতের পাঁচ উইকেট নিয়ে সেলফি তুলবেন বলে হুমকি আফ্রিদির

খেলা ডেস্ক।।

বিশ্বকাপের মূল আকর্ষণ ভারত বনাম পাকিস্তানের লড়াই। অপেক্ষার পালা শেষে শনিবার ভারতের আহমেদাবাদে সামনাসামনি দাঁড়াচ্ছে দুই দল। দুই ম্যাচ শেষে অপরাজিত ভারত ও পাকিস্তানের যে কেউ এই বিশ্বকাপে প্রথমবার হারের তেতো স্বাদ পাবে। তবে এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালের পথে অনেকটাই এগিযে যাবে, এমন বিশ্বাস ক্রিকেটপ্রেমীদের। দুই দলের খেলোয়াড়রা তাই অনুশীলন করেছে একাগ্রচিত্তে। সবার লক্ষ্য এক, জিততে হবে। পাকিস্তানের পেস তারকা শাহীন শাহ আফ্রিদি তো নিতে চান পাঁচ উইকেট!

পাকিস্তানের পেস বোলিং আক্রমণের আলোচনা উঠতেই চলে আসে আফ্রিদির নাম। দুই ম্যাচে মাত্র একটি করে উইকেট নিয়েছেন। মোটেও প্রত্যাশিত পারফরম্যান্স নয়। তবে সুযোগ থাকছে ভারতের বিপক্ষে ভালো কিছু করে সেই আক্ষেপ মেটানোর। জয়ের পাশাপাশি তার লক্ষ্য ফাইফার নেওয়া।

আহমেদাবাদে ফিল্ডিং ও বোলিং ড্রিলের পর বাউন্ডারি লাইনে যেতেই তাকে ঘিরে ধরেন ভক্ত ও রিপোর্টাররা। তারা সেলফি তুলতে অনুরোধ করেন। এই সময় তাদেরকে আফ্রিদি জবাব দেন, ‘অবশ্যই সেলফি তুলবো। কিন্তু সেটা পাঁচ উইকেট নেওয়ার পর।’

 

আরও পড়ুনঃ বাংলাদেশও পাত্তা পেলো না নিউজিল্যান্ডের কাছে

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net