বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৬২ রানে হেরেছে বাংলাদেশ

by ঢাকাবার্তা
বাংলাদেশ বনাম ভারত প্রস্তুতি ম্যাচের একটি দৃশ্য

ডেস্ক রিপোর্ট ।। 

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ৬২ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ১৮২ রানের বড় সংগ্রহ পায় ভারত। দলটির হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন সূর্যকুমার যাদব। জবাবে ৪১ রানে ৫ উইকেট হারানোর পর সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ মিলে ৭৫ রানের জুটি গড়েন। তবে সেটা হার এড়াতে পারেনি। শেষ পর্যন্ত ১২০ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। রিয়াদ করেন ২৮ বলে ৪০ আর সাকিব করেন ৩৪ বলে ২৮ রান। তবে সাকিব আউট হলেও রিয়াদ আউট না হয়েই মাঠ ছাড়েন। আগামী ৮ই জুন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

শুরুতেই ফিরলেন লিটন-সৌম্য 

ভারতের ১৮২ রান তাড়া করতে নেমে ৭ রানেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ফিরে গেছেন ওপেনার সৌম্য সরকার ও ৩নম্বরে নামা লিটন কুমার দাস।

টসে জিতে ব্যাটিংয়ে ভারত, নিজের প্রথম ওভারে স্যামসনকে ফেরালেন শরিফুল

নিজের প্রথম ওভারেই ভারতীয় ওপেনার সানজু স্যামসনকে সাজঘরে ফেরালেন পেসার শরিফুল ইসলাম।

বাংলাদেশি বাঁহাতি পেসার এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন স্যামসনকে। শনিবার বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাটিং নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে বাংলাদেশি অফ স্পিনার মেহেদী হাসানের প্রথম ওভারে ভারতের সংগ্রহ ৫ রান।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net