শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

ভারতে রঙ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১১

একটি ভবন ধসে অন্তত ১১ জন নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন।

by ঢাকাবার্তা ডেস্ক
ভারতে রঙ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১১

বিদেশ ডেস্ক।।

ভারতের রাজধানী দিল্লির উত্তরাঞ্চলে একটি রঙের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় একটি ভবন ধসে অন্তত ১১ জন নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার বিভাগের এক কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

দিল্লি ফায়ার সার্ভিস প্রধান অতুল গার্গ জানিয়েছেন, ভোর সোয়া পাঁচটার দিকে খবর পাওয়া মাত্রই ২২টি দমকল বাহিনীকে আলিপুর পাঠান তারা। টানা চার ঘণ্টা চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। গার্গ বলেছেন, ‘একটি বিস্ফোরণ ঘটলে ভবনটি ধসে যায়। এতে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন শ্রমিকরা। এসময় আগুন দ্রুত আশপাশের ভবন ও দোকানে ছড়িয়ে পড়ে।’

তিনি আরও বলেছেন, আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি। আটকে পড়াদের উদ্ধার করতে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net