বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

ভারতে ৪ বছরের কন্যাশিশু ধর্ষণ, অভিযুক্ত সাব-ইন্সপেক্টর গ্রেপ্তার

ভারতের রাজস্থানের ডাউসা জেলায় চার বছরের একটি কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ফলে গ্রামবাসী স্থানীয় পুলিশ স্টেশনের বাইরে প্রতিবাদ বিক্ষোভ করছে

by ঢাকাবার্তা ডেস্ক
ভারতে ৪ বছরের কন্যাশিশু ধর্ষণ, অভিযুক্ত সাব-ইন্সপেক্টর গ্রেপ্তার

বিদেশ ডেস্ক।।

ভারতের রাজস্থানের ডাউসা জেলায় চার বছরের একটি কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ফলে গ্রামবাসী স্থানীয় পুলিশ স্টেশনের বাইরে প্রতিবাদ বিক্ষোভ করছে। অনলাইন এনডিটিভি বলছে, ঘটনার প্রতিবাদে বিপুল পরিমাণ মানুষ সমবেত হয়েছে সেখানে। অভিযুক্ত একজন সাব-ইন্সপেক্টর ভূপেন্দ্র সিংকে জনতা প্রহার করেছে।

অভিযোগ আছে, ওই কন্যাশিশুকে প্রলোভন দিয়ে নিজের রুমে ডেকে নেয় ওই পুলিশ সদস্য। এরপর তাকে ধর্ষণ করে। এ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এএসপি বজরং সিং বলেছেন, তার বিরুদ্ধে তদন্ত চলছে। পার্শ্ববর্তী একটি পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অভিযোগ হলো ধর্ষণের।

শিশুটির মেডিকেল পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।  ওদিকে এ খবর ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন রাহুওয়াস পুলিশ স্টেশনের সামনে জমায়েত হয়। তারা পুলিশের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। এ সময় ভূপেন্দ্র সিংকে তারা প্রহার করে পুলিশে সোপর্দ করে। ঘটনাস্থলে উপস্থিত হন বিজেপি দলীয় এমপি কিরোদি লাল মীনা।

তিনি বলেন, লালসোটে দলিত সম্প্রদায়ের একটি কন্যাশিশুকে ধর্ষণের ঘটনায় জনতার মধ্যে ভয়াবহ ক্ষোভ দেখা দিয়েছে। নিরীহ ওই শিশুটি যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে আমি উপস্থিত হয়েছি। একই সঙ্গে তিনি ওই শিশুটির পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ রুপি ঘোষণা দিয়েছেন। বলেছেন, আমি মেয়েটিকে সাহায্য করতে এসেছি। অভিযুক্ত সাব-ইন্সপেক্টরকে গ্রেপ্তার করা হয়েছে। আমার জন্য পরিবারটিকে ন্যায়বিচার নিশ্চিত করা হলো প্রথম অগ্রাধিকার। এটা লজ্জাজনক একটি ঘটনা।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net