শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪

ভারত-পাকিস্তান ম্যাচের আগে গাইবেন অরিজিৎ, থাকবেন আরও দুই জনপ্রিয় গায়ক

ক্রিকেট বিশ্বকাপের এই হাই ভোল্টেজ ম্যাচ আরও জমিয়ে দিতে হাজির হচ্ছেন তারকারা

by ঢাকাবার্তা ডেস্ক
ভারত-পাকিস্তান ম্যাচের আগে গাইবেন অরিজিৎ, থাকবেন আরও দুই জনপ্রিয় গায়ক

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই বিশেষ কিছু। আর সেটা যদি বিশ্বকাপে হয়, তাহলে তো কথাই নেই। তবে চলমান ক্রিকেট বিশ্বকাপের এই হাই ভোল্টেজ ম্যাচ আরও জমিয়ে দিতে হাজির হচ্ছেন তারকারা। এনডিটিভি জানিয়েছে, এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন এই সময়ের কয়েকজন জনপ্রিয় সংগীতশিল্পী।

আগামীকাল শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

এই ম্যাচ শুরুর আগে বিশেষ আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। জানা গেছে, এই সংগীতানুষ্ঠানে গান গাইবেন অরিজিৎ সিং, শংকর মহাদেবন ও সুখবিন্দর সিং।

সুখবিন্দর সিং

বিসিসিআইয়ের পক্ষ থেকে টুইটে জানানো হয়, ‘ভারত–পাকিস্তান ম্যাচ শুরু হবে একটি বিশেষ পারফরম্যান্স দিয়ে। সবাই তৈরি হয়ে যান এই দারুণ গানের অনুষ্ঠানের জন্য। অরিজিৎ সিং এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গান গাইবেন।’

এরপর সেই অনুষ্ঠানের সময় দিয়ে দেওয়া হয়েছে। এরপর আরও দুটি টুইট করে জানানো হয় যে সুখবিন্দর সিং ও শংকর মহাদেবনও এদিন পারফর্ম করবেন।

ভারত-পাকিস্তানের ম্যাচের টিকিট নিয়ে এমনিতেই ভক্তদের ব্যাপক আগ্রহ থাকে। এই ম্যাচের আগে সংগীতানুষ্ঠানের আয়োজন সেই আগ্রহ আরও বাড়িয়ে দেবে, সন্দেহ নেই।

এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচ উপলক্ষে আহমেদাবাদে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে আছেন ১১ হাজারের বেশি গুজরাট পুলিশ, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, র‍্যাপিড অ্যাকশন ফোর্স ও হোম গার্ডের সদস্যরা।

আরও পড়ুনঃ শরীর থেকে প্রাক্তন স্বামীর শেষ ট্যাটু চিহ্ন মুছে ফেললেন সামান্থা

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net