ঢাকাবার্তা ডেস্ক।।
ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ১০ জন নিহতের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বেশি। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান গণমাধ্যমকে জানান, ভৈরব রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে এগারসিন্দুর এক্সপ্রেস গোধূলি ট্রেনটি ছেড়ে যাওয়ার পর পরই স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মালবাহী ট্রেনটির ধাক্কায় এগারসিন্দুর এক্সপ্রেসের দুটি বগি যাত্রীসহ উল্টে যায়।
মালবাহী ট্রেনটি সিগন্যাল না মানায় এ দুর্ঘটনা ঘটেছে বলে রেল কর্তৃপক্ষ বলছে। বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (পূর্ব) নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে মালবাহী ট্রেনটি “সিগন্যাল না মানায়” এ সংঘর্ষ হয়েছে।
তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি। দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জীবন মিয়া গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
আরও পড়ুনঃ ইমামকে চাকরিচ্যুত করা ইউএনওকে বদলি