সোমবার, মার্চ ১৭, ২০২৫

মানিকনগরে একুশে এক্সপ্রেস বাসে আগুন

৫টা ২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে প্রথম ইউনিট। তবে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়— একটি নয় একই পরিবহনের তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। আগুনে ২টি বাস সম্পূর্ণ পুড়ে যায় এবং ১টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। 

by ঢাকাবার্তা ডেস্ক
মানিকনগরে একুশে এক্সপ্রেস বাসে আগুন

রাজধানী ডেস্ক।।

রাজধানীর মানিকনগরে একুশে এক্সপ্রেস পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার বিকেলে মানিকনগর চৌরাস্তায় এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণী টিম ঘটনাস্থলে গেছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বিকেল পৌনে ৫টার দিকে খবর আসে কে বা কারা মানিকনগর চৌরাস্তা এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহনের বাসে আগুন দিয়েছে। পরে ৫টা ২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে প্রথম ইউনিট। তবে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়— একটি নয় একই পরিবহনের তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। আগুনে ২টি বাস সম্পূর্ণ পুড়ে যায় এবং ১টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে যায়। তারা ১৫-২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ৫টা ২৬ মিনিটে সম্পূর্ণ অগ্নিনির্বাপণ করা হয়। কে বা কারা অগ্নিসংযোগ করেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। হতাহতের কোনো ঘটনাও ঘটেনি।

 

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয় রিনায়েবল এনার্জিতে মাস্টার্স, জিপিএ–২.৫-এ আবেদন

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net