শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪

মামলা থেকে অব্যাহতি পেলেন জবি শিক্ষার্থী খাদিজা

এর আগে কলাবাগান থানায় একই আইনে দায়ের করা আরেক মামলা থেকে গত ২৮ জানুয়ারি অব্যাহতি পান খাদিজা। ২০২০ সালের অক্টোবরে অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে খাদিজাতুল কুবরা এবং অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কলাবাগান ও নিউমার্কেট থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ।

by ঢাকাবার্তা ডেস্ক
মামলা থেকে অব্যাহতি পেলেন জবি শিক্ষার্থী খাদিজা

রাজনীতি ডেস্ক।।

ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত এ মামলায় অভিযোগ গঠনের উপাদান না পাওয়ায় তাকে অব্যাহতির আদেশ দেন। তবে মামলার আরেক আসামি অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের অংশটি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে কলাবাগান থানায় একই আইনে দায়ের করা আরেক মামলা থেকে গত ২৮ জানুয়ারি অব্যাহতি পান খাদিজা। ২০২০ সালের অক্টোবরে অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে খাদিজাতুল কুবরা এবং অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কলাবাগান ও নিউমার্কেট থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ।

একটি মামলার বাদী নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম এবং অপরটির বাদী কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন।

 

আরও পড়ুন: ট্যাক্স আরোপ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবৈধ আয় বৈধ করার অপচেষ্টা –ছাত্র ইউনিয়ন

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net