রবিবার, মার্চ ১৬, ২০২৫

মার্কিন ইতিহাসের সবথেকে বড় সামরিক বাজেট পাস

বৃহস্পতিবার এ নিয়ে মার্কিন কংগ্রেসে ভোট হয়। এতে এই বাজেটের পক্ষে ভোট দেন ৩১০ জন এবং বিরুদ্ধে ভোট দেন ১১৮ জন

by ঢাকাবার্তা ডেস্ক
মার্কিন ইতিহাসের সবথেকে বড় সামরিক বাজেট পাস

বিদেশ ডেস্ক।।

মার্কিন হাউস ও সিনেটে পাস হয়েছে ২০২৪ সালের সামরিক বাজেট। এর আকৃতি দাঁড়িয়েছে রেকর্ড ৮৮৬ বিলিয়ন ডলারে। গত বছরের তুলনায় এ বছর বাজেট বেড়েছে ২৮ বিলিয়ন ডলার। এই বাজেটে ইউক্রেনের জন্য সহায়তা হিসেবে রাখা হয়েছে ৩০০ মিলিয়ন ডলার। এখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বাজেটে স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে।

এ নিয়ে মার্কিন কংগ্রেসে ভোট হয়। এতে এই বাজেটের পক্ষে ভোট দেন ৩১০ জন এবং বিরুদ্ধে ভোট দেন ১১৮ জন। এরপর সিনেটে এর পক্ষে ভোট পরে ৮৭টি এবং বিরুদ্ধে পরে ১৩টি। এই বিলে সামরিক বাহিনীর সদস্যদের বেতন ৫.২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বাজেটের আকৃতি বৃদ্ধি পেয়েছে তিন শতাংশ।

এছাড়া অস্ত্র কেনা হবে ১৬৮ বিলিয়ন ডলারের। গবেষণায় ব্যয় হবে ১৪৫ বিলিয়ন ডলার এবং পরমাণু বোমার পেছনে ব্যয় হবে ৩২ বিলিয়ন ডলার।

 

আরও পড়ুন: ইউক্রেনের জন্য ৫০ বিলিয়ন ইউরোর তহবিল আটকে দিল হাঙ্গেরি

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net