মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫

মার্কিন দূতাবাসের সব পক্ষকে সংযমের আহ্বান

শনিবার ঢাকায় সংঘটিত রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

by ঢাকাবার্তা ডেস্ক
মার্কিন দূতাবাসের সব পক্ষকে সংযমের আহ্বান

রাজনীতি ডেস্ক।।

শনিবার ঢাকায় সংঘটিত রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।  ফেসবুকে দেয়া এক বিবৃতিতে দূতাবাস বলেছে, ২৮শে অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মী হত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই। এতে আরও বলা হয়, আমরা সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সমস্ত সহিংস ঘটনার পর্যালোচনা করবো।

 

উল্লেখ্য, এ বছর ২৪শে মে বাংলাদেশের আসন্ন নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ২২শে সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মুখপাত্র ম্যাথিউ মিলার একটি বিবৃতি দেন। তাতে বলা হয়, ওইদিন থেকেই বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় থাকবে আইনপ্রয়োগকারীরা, ক্ষমতাসীন দল, বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা।

 

এ ছাড়া বার বার বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

 

আরও পড়ুন: এ ছাড়া বার বার বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net