শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

মার্কিন বাণিজ্য কর্মসূচি থেকে বাদ পড়ছে ৪ দেশ

বাইডেন বলেন, ২০২৪ সালের ১লা জানুয়ারি থেকে বাণিজ্য কর্মসূচির সুবিধাভোগীর তালিকা থেকে এই দেশগুলোকে বাদ দিবো

by ঢাকাবার্তা ডেস্ক
মার্কিন বাণিজ্য কর্মসূচি থেকে বাদ পড়ছে ৪ দেশ

বিদেশ ডেস্ক।।

মার্কিন যুক্তরাষ্ট্রের আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপর্চুনিটি অ্যাক্ট (এজিওএ) বাণিজ্য কর্মসূচির সুবিধা হারাতে যাচ্ছে আফ্রিকার চারটি দেশ গ্যাবন, নাইজার, উগান্ডা ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার (৩০ অক্টোবর) বলেছেন, এই কর্মসূচি থেকে এই চারটি দেশের অপসারণ চান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, উগান্ডা ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করেছে। তাই তাদেরকে বাণিজ্য কর্মসূচি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ দিকে নাইজার ও গ্যাবনের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি বলেন, এই দেশ দুটিও বাণিজ্য কর্মসূচিতে থাকতে পারবে না।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকারের নিকট পাঠানো এক চিঠিতে বাইডেন বলেন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গ্যাবন, নাইজার, উগান্ডার সঙ্গে আমাদের বিবাদ থাকা সত্ত্বেও, এই দেশগুলো এজিওএ-এর সঙ্গে থাকার বিষয়টি সমাধান করতে ব্যর্থ হয়েছে। বাইডেন বলেন, ২০২৪ সালের ১লা জানুয়ারি থেকে বাণিজ্য কর্মসূচির সুবিধাভোগীর তালিকা থেকে এই দেশগুলোকে বাদ দিবো।

আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপর্চুনিটি অ্যাক্ট (এজিওএ) বাণিজ্য কর্মসূচি ২০০০ সালে চালু হয়েছিল। এর মাধ্যমে আফ্রিকান দেশগুলো মার্কিন বাজারে শুল্কমুক্ত বাণিজ্যের অনুমোদন পেয়েছিল।

২০২৫ সালের সেপ্টেম্বরে এই বাণিজ্য কর্মসূচির মেয়াদ শেষ হবে। তবে এর মেয়াদ বাড়ানো হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে।

আগে থেকেই উগান্ডা যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। দেশটির নির্বাচনকে ঘিরে কিছু ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

 

আরও পড়ুন: গাজায় ৪৭টি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net