সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

মালদ্বীপকে হারিয়ে বড় অঙ্কের বোনাস পাচ্ছেন জামালরা

আজ শনিবার বাফুফের জরুরি নির্বাহী কমিটির সভায় বোনাসের অঙ্কও ঠিক করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা

by ঢাকাবার্তা ডেস্ক
মালদ্বীপকে হারিয়ে বড় অঙ্কের বোনাস পাচ্ছেন জামালরা

খেলা ডেস্ক।।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আগেই ঘোষণা দিয়েছিলেন, মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে জায়গা করে নিতে পারলেই বাংলাদেশ দলকে বোনাস দেওয়া হবে। সেই ঘোষণা অনুযায়ী আজ শনিবার বাফুফের জরুরি নির্বাহী কমিটির সভায় বোনাসের অঙ্কও ঠিক করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ভারতে সাফের সেমিফাইনালে খেলার জন্য ৫০ লাখ টাকা বোনাস দেওয়া হয়েছিল। এবার মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করায় ৬০ লাখ বোনাস পাচ্ছেন জামালরা। তাতে তিন মাসের মধ্যে জামাল ভূঁইয়ারা এক কোটি ১০ লাখ টাকা বোনাস পাচ্ছেন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সভা শেষে বলেছেন, ‘এটা বিশ্ব ফুটবলের সংস্কৃতি। সেটাই অনুসরণ করার চেষ্টা করছি। আমরা যাদের সঙ্গে খেলবো তারা আরও বেশি পেয়ে থাকে। আমরা টাকা জোগাড় করে বোনাস দেবো।’

বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বে বাংলাদেশ ৬ টি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ মেলবোর্নে ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে। চার দিনের ব্যবধানে ঢাকায় বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২১ নভেম্বর লেবাননের বিপক্ষে।

বোনাস ঘোষণা করে বাফুফে ভবনে নিজ কক্ষে প্রবেশ করার কিছুক্ষণ পরই আবার সালাউদ্দিন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিন এই তিন ম্যাচে যদি কেউ স্পন্সর পৃষ্ঠপোষকতা করতে চায় তাহলে তাদের আমরা স্বাগত জানাই। কারও যদি কোনও পরিচিত কেউ থাকে বা আগ্রহী থাকে আমাদের জানাতে পারেন।’

এ সময় বোনাস চলমান রাখার প্রত্যয় ছিল সভাপতির কণ্ঠে,‌ ‘ফিলিস্তন, লেবাননের পক্ষে ভালো করলে অবশ্যই আরো বেশি বোনাস হবে।’

 

আরও পড়ুনঃ ছেলের ‘সিরাপ’ খেয়ে নিষিদ্ধ আর্জেন্টাইন ফুটবলার পাপু

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net