শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

মালাইকার ৫০-এ প্রেমিক অর্জুনের শুভেচ্ছা বার্তা

প্রেমিক অর্জুন কাপুর বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন

by ঢাকাবার্তা ডেস্ক
মালাইকার ৫০-এ প্রেমিক অর্জুনের শুভেচ্ছা বার্তা

বিনোদন ডেস্ক।।

২৩শে অক্টোবর মালাইকা অরোরা ৫০তম জন্মদিন পালন করেছেন। প্রেমিক অর্জুন কাপুর বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন। সেখানেই তিনি প্রেমিকাকে ‘শুভ জন্মদিন বেবি’ লিখে শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়াও আরও লেখেন, এই ছবিটি আমাদের হাসি, আনন্দ, আলো নিয়ে আসে এবং আমি সর্বদা তোমার পাশে সবসময় থাকবো। এমনকি সব ধরনের খারাপ পরিস্থিতিতেও। মালাইকাও অর্জুনের পোস্টে ‘লাভ ইউ’ লিখে প্রতিক্রিয়া জানিয়েছেন।

 

আরও পড়ুনঃ চুম্বনে প্রেমের গুঞ্জন উসকে দিলেন টেইলর সুইফট

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net