শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

মালিবাগে উড়ালসড়কের ওপর থেকে পড়ে তরুণীর মৃত্যু

খবর পেয়ে রমনা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। তারা লাশটি উদ্ধার করে।

by ঢাকাবার্তা ডেস্ক
মালিবাগে উড়ালসড়কের ওপর থেকে পড়ে তরুণীর মৃত্যু

রাজধানীর মালিবাগে উড়ালসড়কের ওপর থেকে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া তরুণীর নাম সাহিদা ইসলাম ওরফে মীম (২১)। তাঁর বাবার নাম শেখ আবু সাঈদ, মা আজিমুন ইসলাম। সাহিদার বাবা বেঁচে নেই। রাজধানীর হাতিরঝিল থানা এলাকার ওমর আলী লেনে পরিবারের সঙ্গে থাকতেন সাহিদা।

খবর পেয়ে রমনা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। তারা লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) আমেনা খানম।

পুলিশের এই কর্মকর্তা বলেন, কফি খাওয়ার কথা বলে সাহিদার এক বন্ধু তাঁকে ফোন করে ডেকে নিয়ে গিয়েছিলেন বলে পরিবারের ভাষ্য। এর চেয়ে বেশি কিছু বলতে পারেনি পরিবার।

রমনা থানা-পুলিশ বলেছে, ঘটনাটি কীভাবে ঘটেছে, কেন ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ এসএ পরিবহন কুরিয়ারের আগুন নিয়ন্ত্রণে, বিস্ফোরণে এলাকায় আতঙ্ক

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net