শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

মাহমুদ আব্বাসকে ফোন করে শোক জানিয়েছেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেছেন

by ঢাকাবার্তা ডেস্ক
নরেন্দ্র মোদি ও মাহমুদ আব্বাস। ফাইল ফটো

বিদেশ ডেস্ক।।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তিনি গাজার আল-আহলি আল-আরাবি হাসপাতালে বোমায় মানুষের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। গত মঙ্গলবার রাতে হাসপাতালে ওই হামলায় ৪৭১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। তারা এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। এ ঘটনায় আরব বিশ্ব ও বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে।

তবে ইসরায়েল হামলার অভিযোগ অস্বীকার করেছে। তারা এই হামলার দায় চাপিয়েছে প্যালেস্টাইন ইসলামি জিহাদের (পিআইজে) ওপর। ইসরায়েলের দাবি, তাদের রকেট লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই হাসপাতালে আঘাত হেনেছে।

অবশ্য পিআইজে ইসরায়েলের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, হামলায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে ধরনের ধ্বংসাত্মক অস্ত্র তাদের কাছে নেই।

ভারতের প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এক বার্তায় বলেন, ‘আমি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি। আল-আহলি আল-আরাবি হাসপাতালে বেসামরিক নাগরিকদের হতাহতের বিষয়ে আমি শোক জানিয়েছি। আমরা ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সহায়তা পাঠানো অব্যাহত রাখব।’

মোদি এক্স হ্যান্ডলে আরও লিখেছেন, ‘ওই অঞ্চলে সন্ত্রাস, সন্ত্রাস ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা তুলে আমাদের গভীর উদ্বেগের কথা জানিয়েছি।’ ইসরায়েলে-ফিলিস্তিন ইস্যুতে ভারতে দীর্ঘদিনের অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন মোদি।

 

আরও পড়ু : ইসরায়েল নয়, অন্য পক্ষ গাজার হাসপাতালে হামলা চালিয়েছে: বাইডেন

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net