শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

মিয়ানমারে যুদ্ধবিমান বিধ্বস্ত, বিদ্রোহীদের দায় স্বীকার

শনিবার সেনাবাহিনী ও কারেনি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্সের (কেএনডিএফ) সংঘর্ষ হয়েছে। সংঘাতের সময় যুদ্ধবিমানটি পূর্ব মিয়ানমারের কায়াহ রাজ্যে বিধ্বস্ত হ

by ঢাকাবার্তা ডেস্ক
মিয়ানমারে যুদ্ধবিমান বিধ্বস্ত, বিদ্রোহীদের দায় স্বীকার

বিদেশ ডেস্ক।।

মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনার পর দায় স্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠী। দুই পক্ষের মতে, ২০২১ সালের পর জান্তা সরকারের জন্য এটিই সবচেয়ে বড় ধাক্কা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সেনাবাহিনী ও কারেনি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্সের (কেএনডিএফ) সংঘর্ষ হয়েছে। সংঘাতের সময় যুদ্ধবিমানটি পূর্ব মিয়ানমারের কায়াহ রাজ্যে বিধ্বস্ত হয়। যুদ্ধবিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। জান্তার মুখপাত্র জাও মিন তুন রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এমআরটিভিকে বলেন, যুদ্ধবিমানটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পাইলটরা নিরাপদে বেরিয়ে গেছে। তারপর তারা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগও করেছে।

সামরিক সরকারের প্রেসিডেন্ট গত সপ্তাহে বলেছেন, এসব বিদ্রোহ মোকাবেলায় ব্যর্থতা হলে মিয়ানমার ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যাবে।

 

আরও পড়ুন: ‘এখন শান্তির একমাত্র উপায়- পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা’

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net