বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

মিয়ানমারের সেনাসহ বিভিন্ন বাহিনীর আরও ১১৬ জন পালিয়ে বাংলাদেশে

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

by ঢাকাবার্তা ডেস্ক
মিয়ানমারের সেনাসহ বিভিন্ন বাহিনীর আরও ১১৬ জন পালিয়ে বাংলাদেশে

স্টাফ রিপোর্টার।।

মিয়ানমার অভ্যন্তরে সংঘাতের জেরে দেশটির সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর ১১৬ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তাদের মধ্যে সেনাসদস্য ছাড়াও দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, ইমিগ্রেশন সদস্য, পুলিশ ও অন্যান্য সংস্থার সদস্যও রয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে গত তিন দিনে দেশটির বিভিন্ন বাহিনীর মোট ২২৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নিলো। বিজিবি জানায়, সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতবিল সীমান্ত দিয়ে ১১৬ সদস্য পালিয়ে আসে। তাদের রহমতবিলস্থ বিজিবি ফাঁড়িতে আশ্রয় দেওয়া হয়েছে। এরআগেও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ১১৩ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

 

আরও পড়ুন: এবার মিয়ানমার থেকে গুলিবিদ্ধ ১০ জন পালিয়ে বাংলাদেশে

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net