শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

মিয়ানমার থেকে আসা গোলায় বান্দরবানে নিহত ২

ঘুমধুম এলাকায় সীমান্তের ওপারে রোববার ভোর থেকে কখনও থেমে থেমে, কখনও লাগাতার গোলাগুলি চলছে।

by ঢাকাবার্তা ডেস্ক
মিয়ানমার থেকে আসা গোলায় বান্দরবানে নিহত ২

স্টাফ রিপোর্টার।।

মিয়ানমারে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের যুদ্ধের মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সীমান্তের ওপার থেকে আসা গোলায় এক বাংলাদেশি নারীসহ দুইজনের প্রাণ গেছে। সোমবার দুপুরে ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন জানান।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আব্দুল মান্নান জানান, নিহত নারীর নাম হোসনে আরা বেগম, বয়স ৫৫ বছর। অন্যজন রোহিঙ্গা পুরুষ, তার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ারুর ইসলাম বলেন, “সীমান্তের ওপার থেকে আসা গোলায় হোসনে আরা মারা যান। তখন তিনি ঘরে বসে দুপুরে ভাত খাচ্ছিলেন। নিহত অপরজন রোহিঙ্গা এক বৃদ্ধ।”

ঘুমধুম এলাকায় সীমান্তের ওপারে রোববার ভোর থেকে কখনও থেমে থেমে, কখনও লাগাতার গোলাগুলি চলছে। সীমান্তেও ওপারে ঢেঁকিবনিয়ায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির একটি ক্যাম্পে আগুন জ্বলতে দেখা গেছে। সীমান্তের মিয়ানমার অংশে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে। সীমান্তের বাংলাদেশ অংশের বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

 

 

আরও পড়ুন: এবার মিয়ানমার থেকে গুলিবিদ্ধ ১০ জন পালিয়ে বাংলাদেশে

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net