বিশাল ভরদ্বাজ পরিচালিত সিনেমাটি নিয়ে বাংলাদেশি দর্শকের আগ্রহের বড় কারণ আজমেরী হক বাঁধনের উপস্থিতি। এ ওয়েব ফিল্মটি দিয়েই হিন্দি সিনেমায় অভিষেক হলো অভিনেত্রীর। তারকাবহুল এ সিনেমায় আরও আছেন টাবু, আলী ফজল, ওয়ামিকা গাব্বি, আশীষ বিদ্যার্থী। স্পাই-থ্রিলার ঘরানার সিনেমাটি তৈরি হয়েছে অমর ভূষণের লেখা উপন্যাস ‘এস্কেপ টু নোহয়ার’ অবলম্বনে।
কিছুদিন আগে মুক্তি পাওয়া সিনেমাটির ট্রেলারে দেখা যায়, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং সংস্থার তথ্য পাচার নিয়ে চিন্তিত। সংস্থার মধ্যে থাকা তথ্য পাচারকারীকে ধরতে দায়িত্ব দেওয়া হয় কৃষ্ণা মেহরাকে (টাবু)। এরপর কী হয়, তা নিয়েই এগিয়েছে গল্প। আগে দেওয়া সাক্ষাৎকারে বাঁধন প্রথম আলোকে জানিয়েছেন, সিনেমাটিতে তাঁর চরিত্রের দৈর্ঘ্য বেশি নয়; বেশির ভাগ দৃশ্যই টাবুর সঙ্গে। গতকাল মুক্তি পেয়েছে সিনেমাটি।
আরও পড়ুনঃ অমিতাভ-রজনীকান্ত ৩২ বছর পর এক সিনেমায়!