শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

‘মুজিব’র দীর্ঘ ভ্রমণ শেষে ‘নীলচক্র’

‘নীলচক্র’ নামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটি পরিচালনা করছেন মিঠু খান। চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান

by ঢাকাবার্তা ডেস্ক
‘মুজিব’র দীর্ঘ ভ্রমণ শেষে ‘নীলচক্র’

বিনোদন ডেস্ক।।

কম হলেও গত তিন বছর আরিফিন শুভ একরকম আটকে ছিলেন ‘মুজিব’ ছবির ইউনিটে। ছবিটি মুক্তি পাওয়া মানে অভিনেতার জন্য যুদ্ধজয়ের স্বস্তি পাওয়া। সেটি থেকে প্রশংসা পেলে তো আর কথাই নেই। যেন বাতাসে ভাসছেন ঢাকাই সিনেমার এই পারফেকশনিস্ট।বলছিলেনও বার বার, এমন সিনেমা করার পর আর কোনও কাজ না করলেও আক্ষেপ থাকবে না তার।

তবে সেই ফ্যান্টাসি পেরিয়ে ফের নতুন কাজে মন বাসাতে যাচ্ছেন আরিফিন শুভ। ‘নীলচক্র’ নামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটি পরিচালনা করছেন মিঠু খান। চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। দ্রুতই সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে বলে গণমাধ্যমে খবর পাঠিয়েছে টিম শুভ।

‘নীলচক্র’য় চুক্তিবদ্ধ হওয়ার খবর নিশ্চিত করেছেন আরিফিন শুভ। তবে এবারও কাজ শেষ না করে এ নিয়ে বিস্তারিত কথা বলতে নারাজ নায়ক। শুধু এটুকু বললেন, ‘দর্শক সমসাময়িক একটি গল্প দেখতে পাবেন। গল্পের প্যাটার্ন ডার্ক, সঙ্গে আরও কিছু আছে।’ এরই মধ্যে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট পোস্টার প্রকাশ হয়েছে, যেখানে রক্তের সঙ্গে প্রযুক্তির এক মিশেল দেখা যাচ্ছে।

 

ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত এই সিনেমায় আরিফিন শুভর সঙ্গে আরও অভিনয় করছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।

 

আরও পড়ুন: তারকাদের ফেসবুক আইডি হ্যাকড, আতঙ্ক নাকি তারকাদের কৌশল?

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net