বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

মুম্বাই থেকে সরাসরি মিরপুরে এলেন সাকিব

বিশ্বকাপ রান না পাওয়া বাংলাদেশ অধিনায়ক গুরু সালাউদ্দিনের সঙ্গে নিজেকে ঝালিয়ে নিতে মিরপুরে ছুটে এলেন সাকিব

by ঢাকাবার্তা ডেস্ক
সাকিব আল হাসান

খেলা ডেস্ক।।

মুম্বাই থেকে বাংলাদেশ দল কলকাতা গেলেও সাকিব আল হাসান এলেন সরাসরি হোম অব ক্রিকেটে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। কিন্তু কেন?

বিশ্বকাপ রান না পাওয়া বাংলাদেশ অধিনায়ক গুরু সালাউদ্দিনের সঙ্গে নিজেকে ঝালিয়ে নিতে মিরপুরে ছুটে এলেন সাকিব। ইনডোরে সালাউদ্দিনের সঙ্গে কাজ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বিমানে এক ভক্তের সঙ্গে ক্যামেরাবন্দী সাকিব আল হাসান

বিমানে এক ভক্তের সঙ্গে ক্যামেরাবন্দী সাকিব আল হাসান

এর আগেও এমন কিছু হয়েছে। কোনো দ্বিপক্ষীয় সিরিজ বা আইপিএল খেলার মাঝে ছুটে গেছেন শৈশবের কোচের কাছে। তবে বিশ্বকাপ মঞ্চে সাকিব আল হাসান এমন কিছু করতে চাইবেন তা ভাবতে পারেননি অনেকেই। তাইতো সাকিব যখন মুম্বাই থেকে ঢাকা ফেরার প্রস্তাব দিয়েছিলেন, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসও কিছুটা দ্বিধায় পড়েছিলেন।\

এমনিতে সাকিবের ঢাকায় ফিরে তিনদিনের নিবিড় অনুশীলনে আপত্তি ছিল না কারোই। টিম ম্যানেজমেন্টও সাকিবের কমফোর্ট জোনকে নাড়িয়ে দিতে চায়নি। কিন্তু অনুশীলনের ফাঁকে অন্য কিছুতে জড়িয়ে গেলেই বিপত্তি। অতীতে যে অভিজ্ঞতা সংশ্লিষ্টদের হয়েছে। তাই অধিনায়ককে ঢাকায় ফেরার অনুমতি দিতে এদিক-সেদিক কয়েকটি ফোন কলও করতে হয়েছে। কেউ কেউ আপত্তি তুলে প্রশ্নও তুলেছেন, ‘বিশ্বকাপে সেমিফাইনাল খেলার সুযোগ আছে এমন অবস্থায় দল ফেলে কেবল নিজের অনুশীলন করতে দেশে চলে আসাটা কেমন দেখায়? ওখানে থেকে পুরো দলকে এক করার সুযোগ তো রয়েছে।’

আলোচনার পর সাকিব পেয়ে যান সবুজ সংকেত। দল মধ্য দুপুরে ধরেছে কলকাতার বিমান। সাকিব সরাসরি ফ্লাইটে ঢাকা। অবশ্য সাকিব যে দলের সঙ্গে কলকাতা যাচ্ছেন না তা সতীর্থরা জেনেছেন টিম বাসে উঠার পর।  ঢাকায় ফিরে অনুশীলন করবেন অধিনায়ক তাতে সতীর্থরাও অবাক হয়েছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৯ রানে হারের পর বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভবনা অনেকটা ধূসর হয়ে গেছে। সামনে চার ম্যাচে চারটি জিতলে কাগজে কলমে সুযোগ থাকবে। বিশ্বকাপে বাংলাদেশের ভালো পারফরম্যান্স না হওয়ার পেছনে বড় কারণ ঐক্যবদ্ধ পারফরম্যান্সের ঘাটতি ও সাকিবের ব্যাট-বল হাতে জ্বলে না উঠা। নিজের পারফরম্যান্সের উন্নতির জন্য সাকিব দ্বারস্থ হয়েছেন শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের। আগে থেকে কোচের সঙ্গে যোগাযোগ করেছিলেন সাকিব।

মুম্বাই থেকে ঢাকায় নেমে সরাসরি বাঁহাতি অলরাউন্ডার চলে যান মিরপুরের ইনডোরে। সেখানেই চলে তার অনুশীলন। জানা গেছে, তিন ঘণ্টা ব্যাটিংয়ে নিজেকে ঝালিয়ে নিয়েছেন সাকিব। নাজমুল আবেদীন পুরোটা সময় পুরোনো শিষ্যর পাশে ছিলেন। ব্যাটিং স্টান্স, ব্যাক লিফট, পায়ের মুভমেন্ট এবং শট খেলার সময় ব্যাটের পজিশন নড়ে যাওয়া নিয়ে কাজ করেছেন। সাকিবের এই ব্যক্তিগত অনুশীলন চলবে আরও দু’দিন।

মিরপুরে আরও লম্বা হবে দু’জনের ট্রেনিং সেশন। বুধবার কেবল ব্যাটিং নিয়ে কাজ করেছেন। বৃহস্পতিবার ও শুক্রবার ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং নিয়েও চলবে তার অনুশীলন। ব্যক্তিগত অনুশীলনে ঢাকায় ব্যস্ত থাকায় সাকিব মিস করবেন দলীয় প্রস্তুতি। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত ইডেনে অনুশীলন করবে দল। পরদিন দুপুর ২টা থেকে অনুশীলন চলবে ৫টা পর্যন্ত। ম্যাচের আগে সেদিনই সাকিবের যোগ দেওয়ার কথা রয়েছে। নিশ্চিত করেছেন দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

সাকিবের এই অনুশীলন পর্বকে নাজমুল আবেদীন দেখছেন কেবল ফাইন টিউন হিসেবে, ‘সাকিবের কিছু বিষয়ে সমস্যা হচ্ছিল। সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। কেবল ফাইন টিউন। একটু ঘষা-মাজা আর কি। এগুলো ছোট বিষয় কিন্তু বড় প্রভাব রাখে। আজকের তিন ঘণ্টার সেশনেই একটা পরিবর্তন টের পেয়েছে। আগামী দু’দিন আরও সময় কাটালে বিশ্বকাপের পরের ম্যাচেই ওকে আরও ঝরঝরে মনে হবে।’

২৮ অক্টোবর বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। ম্যাচটা বাংলাদেশের বিশ্বকাপে টিকে থাকার অতি গুরুত্বপূর্ণ ম্যাচ। এর আগে ঝরঝরে সাকিবকে পাওয়া গেলে আখেরে লাভ বাংলাদেশেরই।

 

আরও পড়ুনঃ বাংলাদেশ মাহমুদউল্লাহকে অপচয় করছেঃ মিসবাহ

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net