সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

মুশতাক তিশার ব‌ই বিক্রি হয়েছে ১৩ হাজার কপি

সেদিন মুশতাক আহমেদ ও তার স্ত্রী তিশাকে ‘ভুয়া ভুয়া’ ও ‘ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বাধ্য করেন মেলায় আসা শতাধিক দর্শনার্থী

by ঢাকাবার্তা ডেস্ক
মুশতাক তিশার ব‌ই বিক্রি হয়েছে ১৩ হাজার কপি

সাহিত্য ডেস্ক।।

‘তিশার ভালোবাসা’ ও ‘তিশা অ্যান্ড মুশতাক’ নামে দুটি বই লিখেছেন একুশে বইমেলার আলোচিত দম্পতি খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা। তাদের বই দুটি  মেলায় আসার পর থেকে ১৩ হাজার কপি বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে।  এই মূহুর্তে সামাজিক মাধ্যমে বহুল আলোচিত দুটি নাম হলো এই খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা। ৪২ বছর বয়সের ব্যবধানকে পাশ কাটিয়ে ভালোবেসে একে অন্যকে বিয়ে করেছেন এই দম্পতি। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী ছিলেন সিনথিয়া ইসলাম তিশা। তাদের এই বিয়েকে অনেকেই বলছেন ‘অসম বিয়ে’। নিজেদের প্রেম ও পরিণয়ের গল্প নিয়ে এবারের একুশে বইমেলায় ‘তিশার ভালোবাসা’ ও ‘তিশা অ্যান্ড মুশতাক’ নামে দুটি বইও লিখেছেন তারা। বই দুটি প্রকাশ করেছে মিজান পাবলিশার্স। সেই বইয়ের লেখক হিসেবে মেলায় গিয়ে শুক্রবার এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে এই দম্পতিকে।

সেদিন মুশতাক আহমেদ ও তার স্ত্রী তিশাকে ‘ভুয়া ভুয়া’ ও ‘ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বাধ্য করেন মেলায় আসা শতাধিক দর্শনার্থী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে নিরাপত্তা দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে সাহায্য করেন।

বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে বিভিন্ন মন্তব্য, আলোচনা-সমালোচনা চলছে সামাজিক মাধ্যমে। এই দম্পতিকে নিয়ে আলোচনা-সমালোচনায় সরব থাকা নেটিজেনদের কেউ কেউ বলছেন, তাদের এই বিয়ে নৈতিকতা বিবর্জিত একটি কাজ, এটি সামাজিক অবক্ষয়ের কুফল। কেউ আবার বলেছেন, আইনগতভাবে তারা কোনো অপরাধ করেননি, প্রত্যেক মানুষেরই অধিকার রয়েছে নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার।

এতসব আলোচনা-সমালোচনার ভীড়ে তাদের বইয়ের বিক্রিও বেড়েছে। বিভিন্ন সূত্রে জানা যায় তাদের বইয়ের বিক্রি ১৩ হাজার কপি ছাড়িয়ে গিয়েছে।

ব‌ইয়ের প্রকাশক জানান এই আলোচিত সমালোচিত দম্পতি যদি প্রতিদিন মেলায় আসতে পারেন, তাহলে তাদের ব‌ই বিক্রি ৫০ হাজার ছাড়াবে। শুক্রবার এই দম্পতি মেলার মাঠে বুলিংয়ের শিকার হ‌ওয়ার পর অনলাইনেও ব‌ইদুটির বিক্রি বেড়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net