সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

মেক্সিকোয় হামলায় পুলিশের ১২ সদস্যসহ নিহত ১৬

গুয়েরেরোর কোয়ুকা দে বেনিতেজ মিউনিসিপালিটির কৌঁসুলি আলোজান্দ্রো হার্নান্দেজ জানান, হামলাকারীরা একটি টহল পুলিশের দলকে লক্ষ্য করে হামলা চালায়।

by ঢাকাবার্তা ডেস্ক
মেক্সিকোয় হামলায় পুলিশের ১২ সদস্যসহ নিহত ১৬

বিদেশ ডেস্ক।।

মেক্সিকোয় সশস্ত্র হামলায় পুলিশের ১২ সদস্যসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো ও পশ্চিমাঞ্চলীয় মিকাওকান প্রদেশে পৃথক এ হামলা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, এসব হামলায় মাদক পাচারকারীরা জড়িত থাকতে পারে। গুয়েরেরো ও মিকাওকান প্রদেশে মাদক পাচার নিয়ে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে।

গুয়েরেরোর কোয়ুকা দে বেনিতেজ মিউনিসিপালিটির কৌঁসুলি আলোজান্দ্রো হার্নান্দেজ জানান, হামলাকারীরা একটি টহল পুলিশের দলকে লক্ষ্য করে হামলা চালায়। এ হামলায় মিউনিসিপাল পুলিশের ১১ সদস্য নিহত হয়েছেন। তদন্ত শেষে হামলার কারণ জানা যাবে বলে জানান তিনি।

দ্বিতীয় হামলাটি হয়েছে পাশের মিকাওকান প্রদেশে। এতে পুলিশের এক সদস্য ও চার বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। প্রদেশটির সরকারি আইন কার্যালয় জানিয়েছে, তাকামবারো শহরের মেয়রের ভাইকে লক্ষ্য করে একদল বন্দুকধারী হামলা চালান। তবে তিনি বেঁচে যান।

মেক্সিকোতে মাদক পাচার নিয়ে প্রায়ই রক্তক্ষয়ের ঘটনা ঘটে। মাদকের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে ২০০৬ সালে সামরিক বাহিনী মোতায়েন করে সরকার। এরপর থেকে ৪ লাখ ২০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

 

আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি-আমেরিকান শিশুকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net