খেলা ডেস্ক।।
অনিশ্চয়তা কাটিয়ে শুরু থেকেই খেললেন লিওনেল মেসি। নজরকাড়া ফুটবলে দলকে নেতৃত্ব দিলেন সামনে থেকে। পেরুর গতিময় ফুটবলের কঠিন বাধা এড়িয়ে দলকে রাখলেন জয়রথেই। লিমায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে পেরুকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার সকাল আটটায় শুরু হওয়া ম্যাচে দুটি গোলই করেন অধিনায়ক মেসি।
প্রতিপক্ষের মাঠে তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত বিশ্বচ্যাম্পিয়নরা। ৩৫ গজ দূর থেকে মেসির ফ্রি কিক দারুণ ডাইভিং হেডে ব্যর্থ করে দেন পেরুভিয়ান ডিফেন্ডার আন্দেরসন সান্তামারিয়া। চোট কাটিয়ে শুরুর একাদশে ফেরা আর্জেন্টিনা অধিনায়ক গোল পেয়ে যেতে পারতেন পরের মিনিটেই। দূরের পোস্ট লক্ষ্য করে তার আচমকা শট একটুর জন্য থাকেনি লক্ষ্যে।
দ্বাদশ মিনিটে সেট-পিস থেকে প্রথম আর্জেন্টিনার রক্ষণের পরীক্ষা নেয় পেরু। ফ্রি কিক থেকে বিপজ্জনক জায়গায় বল পেয়ে দারুণ ভলি একটুর জন্য লক্ষ্যে রাখতে পারেননি ডিফেন্ডার লুইস আবরাম। আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠা ম্যাচে ২৯তম মিনিটে এগিয়ে যেতে পারত পেরু। পাওলো গেরেরোর দূরপাল্লার শট বেরিয়ে যায় ক্রসবার ঘেঁষে।
তিন মিনিট পরেই দারুণ পাল্টা আক্রমণ থেকে এগিয়ে যায় আর্জেন্টিনা। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে এগিয়ে যাওয়া এনসো ফের্নান্দেস খুঁজে নেন নিকো গনসালেসকে। এই ফরোয়ার্ডের কাট ব্যাকে বল পেয়ে বাকিটা অনায়াসেই সারেন মেসি।
৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টিনা অধিনায়ক। নিকোলাস তাগলিয়াফিকোর বাড়ানোর বল ধরে ডি বক্সে এগিয়ে যান ফের্নান্দেস। তার কাট ব্যাকে হুলিয়ান আলভারেসের দুর্দান্ত ডামিতে সুযোগ পান মেসি। ডি বক্সের বাইরের থেকে দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন তিনি।
দেশের হয়ে এটি আর্জেন্টাইন মহাতারকার ১০৬তম গোল। আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ গোল করা ইরানের আলি দাইয়ির (১০৮) সঙ্গে ব্যবধান আরও কমালেন তিনি। ১২৭ গোল করে এখনও অনেকটা দূরে সর্বোচ্চ গোলের রেকর্ডধারী ক্রিস্তিয়ানো রোনালদো।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ানোর সুযোগ আসে গনসালেসের সামনে। কিন্তু শেষ সময়ের মরিয়া স্লাইডে ব্যবধান বাড়তে দেননি উইল্দার কার্তাহেনা। গতিময় ফুটবলে পরের কিছুক্ষণ আর্জেন্টিনার রক্ষণকে চাপে রাখে পেরু। নিজেদের গুছিয়ে নিয়ে ফের মাঝমাঠের নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা। ৫৭তম মিনিটে জালে বলও পাঠায় তারা। তবে ভিএআর মনিটরে রিপ্লে দেখে অফসাইডের বাঁশি বাজান রেফারি। হ্যাটট্রিকের জন্য বাড়ে মেসির অপেক্ষার প্রহর।
৬৬তম মিনিটে ছোট ডি বক্স থেকে ডিফেন্ডারদের চ্যালেঞ্জের মুখে শট নিতে পারেননি মেসি। পরের মিনিটে তার শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। ৮৪তম মিনিটে খুব কাছে থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি রেনাতো তাপিয়া। তাতে বাছাইয়ে নিজেদের প্রথম গোল চতুর্থ ম্যাচেও পাওয়া হয়নি পেরুর।চার ম্যাচে টানা চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করেছে আর্জেন্টিনা। ২২ বছর পর ব্রাজিলকে হারানো উরুগুয়ে ৭ পয়েন্ট নিয়ে উঠে এসেছে দুই নম্বরে। সমান পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে ব্রাজিল। চার ম্যাচে ১ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে পেরু।
আরও পড়ুনঃ জয়োৎসবে ফিলিস্তিনকে বাঁচানোর আহ্বান বাংলাদেশের ফুটবলারদের