রবিবার, মার্চ ১৬, ২০২৫

মেসেঞ্জারে পাঠানো মেসেজ এডিট করা যাবে

মেসেঞ্জারে এডিট করার এই সুবিধা মিলবে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে। ১৫ মিনিট পর আর এডিট করা যাবে না।

by ঢাকাবার্তা ডেস্ক
মেসেঞ্জারে পাঠানো মেসেজ এডিট করা যাবে

প্রযুক্তি ডেস্ক।।

মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপের পর এবার মেসেজ পাঠিয়ে এডিট করা যাবে মেসেঞ্জারেও। সম্প্রতি এই ফিচার আনল বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ইতিমধ্যে ব্যবহারকারীরা এই ফিচার উপভোগ করতে শুরু করেছেন। নতুন এই ফিচারের আওতায় কাউকে মেসেজ পাঠিয়ে সেই মেসেজ পড়ার আগেই এডিট করা যাবে। এমনকি অপরপক্ষ মেসেজটি পড়লেও এডিট করা যাবে। তবে মেসেজের উপরে লেখা থাকবে এডিটেড ট্যাগ।

 

মেসেঞ্জারে এডিট করার এই সুবিধা মিলবে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে। ১৫ মিনিট পর আর এডিট করা যাবে না।  পাঠানো মেসেজ এডিট করার এই সুবিধায় একটুখানি শর্তও জুড়ে দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। তারা জানিয়েছে এডিট করার এই ফিচারের যাতে অপব্যবহার না হয় সেজন্য কেউ এডিটেড মেসেজে রিপোর্ট করলে তাকে আগের মেসেজটি দেখানো হবে।

 

আরও পড়ুন: দেখে নিন ২০২৩ সালে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া পাসওয়ার্ডগুলো

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net