সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

ম্যাক্সওয়েলের রেকর্ড সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ৩৯৯

ওয়ানডে বিশ্বকাপ

by ঢাকাবার্তা ডেস্ক
ম্যাক্সওয়েলের রেকর্ড সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ৩৯৯

খেলা ডেস্ক।।

গ্লেন ম্যাক্সওয়েলের রেকর্ড ৪০ বলে সেঞ্চুরির তাণ্ডবে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৯৯ রানের সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া। এটা এখন ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড

ধাক্কা সামলে ওয়ার্নার-স্মিথের প্রতিরোধ

দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ৯ রানে ভ্যান বেইকের শিকার হন ওপেনার মিচেল মার্শ। দ্রুত উইকেট হারানোর ধাক্কা সামলে উঠেছেন ডেভিড ওয়ার্নার এবং স্টিভেন স্মিথ। ১২ ওভার শেষে ৪৩ রানের জুটি গড়েছেন দুজন। ১ উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ অস্ট্রেলিয়ার।

Logan van Beek in action, Australia vs Netherlands, Men's ODI World Cup 2023, Delhi, October 25, 2023

সুবিধা করতে পারলেন না মার্শ

পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মিচেল মার্শ। নেদারল্যান্ডসের বিপক্ষে সুবিধা করতে পারলেন না অজি ওপেনার। ফিরলেন মাত্র ৯ রানে। চতুর্থ ওভারের পঞ্চম বলে ভ্যান বেইকের শিকার হওয়ার আগে ১৫ বলে ২ চার হাঁকান তিনি।

টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

বিশ্বকাপের ২৪তম ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

 

আরও পড়ুনঃ মুম্বাই থেকে সরাসরি মিরপুরে এলেন সাকিব

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net