খেলা ডেস্ক।।
গ্লেন ম্যাক্সওয়েলের রেকর্ড ৪০ বলে সেঞ্চুরির তাণ্ডবে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৯৯ রানের সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া। এটা এখন ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড
ধাক্কা সামলে ওয়ার্নার-স্মিথের প্রতিরোধ
দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ৯ রানে ভ্যান বেইকের শিকার হন ওপেনার মিচেল মার্শ। দ্রুত উইকেট হারানোর ধাক্কা সামলে উঠেছেন ডেভিড ওয়ার্নার এবং স্টিভেন স্মিথ। ১২ ওভার শেষে ৪৩ রানের জুটি গড়েছেন দুজন। ১ উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ অস্ট্রেলিয়ার।
সুবিধা করতে পারলেন না মার্শ
পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মিচেল মার্শ। নেদারল্যান্ডসের বিপক্ষে সুবিধা করতে পারলেন না অজি ওপেনার। ফিরলেন মাত্র ৯ রানে। চতুর্থ ওভারের পঞ্চম বলে ভ্যান বেইকের শিকার হওয়ার আগে ১৫ বলে ২ চার হাঁকান তিনি।
টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
বিশ্বকাপের ২৪তম ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
আরও পড়ুনঃ মুম্বাই থেকে সরাসরি মিরপুরে এলেন সাকিব