শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪

ম্যাচসেরা হয়ে সৌম্যর অম্ল-মধুর অনুভূতি

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের খেলা ও সেঞ্চুরি নিয়ে অম্ল-মধুর অনুভূতির কথা জানিয়ে সৌম্য বলেছেন, ‘সেঞ্চুরি করেছি ভালো লাগছে, কিন্তু হেরে যাওয়ায় খারাপ লাগছে বেশি। আমরা যদি জিততাম, তাহলে সেঞ্চুরিটি আরও বেশি স্পেশাল হতো।’

by ঢাকাবার্তা ডেস্ক
ম্যাচসেরা হয়ে সৌম্যর অম্ল-মধুর অনুভূতি

খেলা ডেস্ক।।

জাতীয় দলে সুযোগ পেয়েও সেটিকে কাজে লাগাতে পারছিলেন না সৌম্য সরকার। দীর্ঘ পাঁচ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি তো পেয়েছেনই।  অসাধারণ ইনিংসে পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারকেও! যদিও সেঞ্চুরিটি বিফলে গেছে। তার ম্যাচসেরা ১৬৯ রানের ইনিংসের পর বাংলাদেশ ২৯১ রান করেছিল। কিন্তু লাভ হয়নি কোনও। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে ২২ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক নিউজিল্যান্ড। এই পরাজয়ে সিরিজ খোঁয়ালেও ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন সৌম্য। তাতে তার অনুভূতিটা হয়েছে অম্ল-মধুর।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের খেলা ও সেঞ্চুরি নিয়ে অম্ল-মধুর অনুভূতির কথা জানিয়ে সৌম্য বলেছেন, ‘সেঞ্চুরি করেছি ভালো লাগছে, কিন্তু হেরে যাওয়ায় খারাপ লাগছে বেশি। আমরা যদি জিততাম, তাহলে সেঞ্চুরিটি আরও বেশি স্পেশাল হতো।’

সাক্সটন ওভালে কিউই পেসারদের তোপে ৪৪ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। সেখানে থেকে মুশফিক (৯১), মিরাজ (৬১) ও তানজিদ সাকিবের (৪) সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন সৌম্য। বাঁহাতি এই ব্যাটার খেলেন ১৫১ বলে ১৬৯ রানের ইনিংস। সৌম্যর মতে, পাওয়ার প্লেতে ৩ উইকেট না হারালে ম্যাচের ফল ভিন্নও হতে পারত। ম্যাচ-সেরা হয়ে এই ওপেনার বলেছেন, ‘পাওয়ার প্লেতে ৩ উইকেট না হারালে হয়তো ম্যাচের ফল ভিন্ন হতে পারতো। মাঝে আমরা দুটি জুটি পেয়েছিলাম, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট হারিয়েছি। যদি তা না হতো, তাহলে ভালো স্কোর পেতাম।’

 

নিজের ইনিংস নিয়ে সৌম্য আরও বলেছেন, ‘আমরা নেটে কঠিন অনুশীলন করছি। অনেক দিন পর দলে এসেছি। খুব বেশি ভাবছি না, শুধু বল দেখছি আর নিজের খেলাটা খেলার চেষ্টা করছি। (দিনের প্রিয় শট) আমার মনে হয় মিড-উইকেটের ওপর দিয়ে পুল শটটা হবে।’

 

আরও পড়ুন: ২ কোটি রুপিতে ধোনির চেন্নাইয়ে মুস্তাফিজ

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net