৪৬
রাজনীতি ডেস্ক।।
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এগিয়ে আছেন সদ্য সাবেক মেয়র ইকরামুল হক টিটু। ১২৮টি কেন্দ্রের মধ্যে ৫৫ কেন্দ্রের ফলে মেয়র পদে ঘড়ি প্রতীকের ইকরামুল হক টিটু পেয়েছেন ৪৯ হাজার ২৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী হাতি প্রতীকের সাদেকুল হক খান মিল্কি ১২ হাজার ৯৩ ও ঘোড়া প্রতীকের এহতেশামুল আলম পেয়েছেন ৪০৬২ ভোট। শনিবার (৯ মার্চ) রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হোসেন বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন। নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে ফল ঘোষণা করা হচ্ছে।
এর আগে, সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।
আরও পড়ুন: ময়মনসিংহ সিটি করপোরেশনে ভোটের তারিখ ঘোষণা