মোত্তাকিন মুন।।
যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো সীমিত আকারের ৫০টি ট্রাক ত্রাণের বহর নিয়ে প্রবেশ করেছে গাজায়। মিসরের রাফাহ ক্রসিং দিয়ে সীমিত সংখ্যক ট্রাক গাজায় প্রবেশ করেছে। ত্রাণকর্মীরা এসব ত্রাণ সীমান্ত থেকে গ্রহণ করছে বলে জানিয়েছে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি ।
রেড ক্রিসেন্ট বলছে ত্রাণবহরে রয়েছে খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম। যুদ্ধবিরতির পর শুক্রবার থেকে ইসরায়েলি সেনারা গাজায় পুনরায় হামলা শুরু করলে ত্রাণবাহী ট্রাকগুলোর প্রবেশ বন্ধ হয়ে যায়। জাতিসংঘ বলছে, গাজাবাসীর চাহিদার তুলনায় এই ত্রাণের পরিমাণ সামান্য।
ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি আরও জানিয়েছে সৌদি আরব গাজাবাসীর সাহায্যে ৭ টি এম্বুলেন্স পাঠিয়েছে। যা তারা মিসরের রাফাহ ক্রসিং সীমান্ত থেকে গ্রহণ করেছে।

সৌদি আরব গাজাবাসীর সাহায্যে ৭ টি এম্বুলেন্স পাঠিয়েছে। যা তারা মিসরের রাফাহ ক্রসিং সীমান্ত থেকে গ্রহণ করেছে। ঢাকাবার্তা।।
নতুন যুদ্ধবিরতির আলোচনায় ‘অচলাবস্থা’ রেখে কাতার থেকে মোসাদকে ফিরে আসতে বলল ইসরায়েল
হামাস-ইসরায়েলের আরেক দফার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে কাতারে গিয়েছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি দল। কিন্তু আলোচনায় ‘অচলাবস্থার’ কারণ দেখিয়ে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা কাতার থেকে মোসাদের ওই দলটিকে ফিরে আসার নির্দেশ দেয় ইসরায়েল।

নতুন যুদ্ধবিরতির আলোচনায় ‘অচলাবস্থা’ রেখে কাতার থেকে মোসাদকে ফিরে আসতে বলল ইসরায়েল ।। ঢাকাবার্তা।।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, আলোচনায় অচলাবস্থার পরে প্রধানমন্ত্রীর নির্দেশে দোহা থেকে ডেভিড বার্নিয়ার নেতৃত্বাধীন মোসাদের দলটিকে ফিরে আসতে বলা হয়েছে।
বিবৃতিতে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের বিরুদ্ধে অভিযোগ তুলে লেখেন, হামাস চুক্তির অংশ পূরণ করেনি। হামাসের কাছে একটি তালিকা পাঠানো হয়েছিল। ওই তালিকায় শিশু ও নারীদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত ছিল এবং হামাস সেটির অনুমোদন দিয়েছিল। কিন্তু হামাস তাদের কাছে থাকা সব নারী ও শিশু জিম্মিকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে। তারা এখনও ইসরায়েলের ১৭ জন নাগরিক নারী ও শিশুকে জিম্মি করে রেখেছে।
উত্তরে হামাসের রাজনৈতিক ডেপুটি প্রধান সালেহ আল আরুরি বলেছেন, “দখলকারীদের দাবী অনুযায়ী কোনো নারী ও শিশু এখন জিম্মি নেই। যারা আছে তারা সকলেই দখলকারীদের সৈন্য। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের মুক্তি দেয়া হবেনা। সুতরাং নতুন করে কোনো যুদ্ধবিরতির আলোচনারও প্রশ্ন উঠেনা। আমরা দখলকারীদের ভূমি,নৌ ও আকাশপথে সম্ভাব্য সকল আক্রমণের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত।”
এরই মাঝে একটি সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন “আমরা সকল জিম্মি নাগরিককে উদ্ধার না করা পর্যন্ত থামবো না। আমাদের প্রথম লক্ষ্য তাদের উদ্ধার করা, এবং হামাসকে শিকড় থেকে উপড়ে ফেলা। আমরা এর শেষ না দেখে ক্ষান্ত হবোনা।”
এর আগে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন শেষ হবার পর বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী হামাস নেতাদের হত্যা করার পরিকল্পনা করছে তেল আবিব। ইসরাইলি গোয়েন্দাদের বরাতে এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।
ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের প্রখ্যাত বিজ্ঞানী নিহত হয়েছেন
অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় আল-ফালুজা শহরে ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনের প্রখ্যাত বিজ্ঞানী সুফিয়ান তায়েহ নিহত হয়েছেন। ইসরায়েলি এই হামলায় তার পরিবারের অন্যান্য সদস্যরাও প্রাণ হারিয়েছেন বলে শনিবার ফিলিস্তনি উচ্চ শিক্ষাবিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে।

অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় আল-ফালুজা শহরে ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনের প্রখ্যাত বিজ্ঞানী সুফিয়ান তায়েহ নিহত হয়েছেন।। ঢাকাবার্তা।।
বিজ্ঞানী সুফিয়ান তায়েহ ফিলিস্তিনে ইউনেস্কোর জ্যোতির্বিদ্যা, জ্যোতির্পদার্থবিদ্যা এবং মহাকাশ বিজ্ঞান শাখার চেয়ারপারসন নিযুক্ত হয়েছিলেন।
আরও পড়ুন: যুদ্ধ শেষে গাজা সীমান্তে নিরাপদ অঞ্চল চায় ইসরায়েল