ঢাকাবার্তা ডেস্ক ।।
আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ়ির মতো চেন্নাই সুপার কিংসের জার্সিতেও রয়েছে বিভিন্ন সংস্থার লোগো। জার্সিতে সেই সব লোগো নিয়েই মাঠে নামছেন মহেন্দ্র সিংহ ধোনি, রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটারেরা। ব্যতিক্রম মুস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজ়ির অন্যতম কর্পোরেট স্পনসরের লোগো জার্সি থেকে খুলে ফেলেছেন তিনি। কারণ সেই সংস্থা মদ প্রস্তুত করে।
চেন্নাইয়ের ডানহাতি ক্রিকেটারদের বাঁহাতে এবং বাঁহাতি ক্রিকেটারদের ডানহাতে একটি সংস্থার লোগো রয়েছে। আইপিএলের লোগোর ঠিক উপরে রয়েছে ‘এসএনজে ১০০০০’ লেখা একটি লোগো। সকলের জার্সিতে লোগোটি দেখা গেলেও ব্যতিক্রম বাংলাদেশের জোরে বোলার। সেই লোগোটি ছাড়াই আইপিএলের ম্যাচ খেলছেন মুস্তাফিজ। তিনি ফ্র্যাঞ্চাইজ়ি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছিলেন, তাঁর জার্সিতে যেন লোগোটি ছাপা না হয়। নির্দিষ্ট ওই লোগোটি নিয়ে মাঠে নামবেন না তিনি।
কেন এমন সিদ্ধান্ত মুস্তাফিজের? জানা গিয়েছে, চেন্নাই সুপার কিংসের ওই কর্পোরেট স্পনসর একটি মদ প্রস্তুতকারক সংস্থা। লোগোর মধ্যে অ্যালকোহল বা তেমন কোনও শব্দ না থাকলেও মুস্তাফিজুর ধর্মীয় কারণে আপত্তি জানান। লোগোটি তাঁর জার্সি থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ জানান। নিয়ম অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজ়ির সব স্পনসর সংস্থার লোগোই জার্সিতে ব্যবহার করতে বাধ্য থাকেন ক্রিকেটারেরা। সংস্থাগুলির হয়ে বিজ্ঞাপনও করেন তাঁরা। এ ক্ষেত্রে অবশ্য মুস্তাফিজের অনুরোধ মেনে নিয়েছেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। প্রস্তুতকারীদের বলে দেওয়া হয় মুস্তাফিজুরের জার্সিতে নির্দিষ্ট লোগোটি না রাখতে। সেই মতোই মদ প্রস্তুতকারক সংস্থার লোগো ছাড়াই আইপিএলের ম্যাচ খেলছেন বাংলাদেশের তারকার বোলার। ধোনি, জাদেজাদের থেকে একটি কম লোগো জার্সিতে নিয়ে মাঠে নামছেন তিনি।
আইপিএলের প্রথম ম্যাচেই ৪ উইকেট নিয়ে নজর কেড়েছেন মুস্তাফিজ। জিতেছেন ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কারও। সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এবারের আইপিএলে তিনিই একমাত্র বাংলাদেশের ক্রিকেটার।