বিনোদন ডেস্ক ।।
‘পুষ্পা’ খ্যাত তারকা রশ্মিকা মান্দানা একটি ফিটনেস সেশনে জিমে আহত হওয়ার পর তার তিনটি বড় চলচ্চিত্রের শুটিং স্থগিত রাখা হয়েছে।
২৮ বছর বয়সী এই অভিনেত্রী, যিনি সম্প্রতি ‘পুষ্পা’ ও ‘অ্যানিমাল’ ছবির জন্য প্রশংসিত হয়েছেন, তার অনুশীলনের সময় দুর্ঘটনার শিকার হন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
রশ্মিকার আসন্ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ‘সিকান্দার’, যেখানে তিনি সালমান খানের সঙ্গে কাজ করছেন, এবং ‘ছাভা’, যেখানে তার সহ-অভিনেতা ভিকি কৌশল। এই দুই প্রজেক্টসহ আরও একটি নাম প্রকাশ না করা চলচ্চিত্রের কাজ তার চোটের কারণে পিছিয়ে গেছে।

রশ্মিকা মান্দানা
রশ্মিকার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি বর্তমানে সুস্থ হয়ে উঠছেন এবং আগের চেয়ে ভালো অনুভব করছেন। চিকিৎসকরা তাকে পরামর্শ দিয়েছেন যেন তিনি কিছুদিন বিশ্রাম নেন, যাতে পুরোপুরি সুস্থ হয়ে নিজের ব্যস্ত শুটিং শিডিউলে ফিরে আসতে পারেন।