শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

রাজধানীতে সপ্তাহের প্রথম কর্মদিবসে তীব্র যানজট

সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

by ঢাকাবার্তা ডেস্ক
রাজধানীতে সপ্তাহের প্রথম কর্মদিবসে তীব্র যানজট

ঢাকাবার্তা রিপোর্টার।।

সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। আজ বেলা দেড়টা থেকে রাজধানীর কলাবাগান, আসাদ গেট, মানিক মিয়া অ্যাভিনিউ, বিজয় সরণি, কারওয়ান বাজার, বাংলামোটর ও রমনা এলাকায় যানজটে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। এ সময় অনেককে আধা ঘণ্টা থেকে দেড় ঘণ্টা পর্যন্ত যানজটে আটকে থাকতে হচ্ছে।

যানজটের কারণ জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার স্নেহাশীষ গণমাধ্যমকে বলেন, গত দুই দিন ঢাকায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এতে ফার্মগেট, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় সড়ক ভাঙা থাকায় যানজট হচ্ছে। এ ছাড়া অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির (ভিভিআইপি) চলাচলের কারণে বেশ কিছু সময় এক পাশের রাস্তা বন্ধ থাকায় যানজট বেড়েছে।

এ বিষয়ে প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের যুগ্ম কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ গণমাধ্যমকে বলেন, বিভিন্ন কারণে ঢাকায় যানজট হয়। আজকে কী কারণে যানজট হয়েছে, সেটা খোঁজ নিয়ে দেখতে হবে।

 

আরও পড়ুনঃ পি কে হালদারের ২২ বছর, অন্যান্যদের ৭ বছর করে কারাদণ্ড

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net