রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

রাজধানীতে ২০৭ মামলায় গ্রেপ্তার ২৫৩৬ জন

by ঢাকাবার্তা
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রিজন ভ্যানে কারাগারে নেওয়া হচ্ছে। ঢাকা, ২৭ জুলাই

স্টাফ রিপোর্টার ।। 

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভ, সংঘর্ষ ও সংঘাতের ঘটনায় রাজধানীতে ২০৭টি মামলা হয়েছে। এসব মামলায় শনিবার পর্যন্ত প্রায় আড়াই হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, ২০৭টি মামলায় ২ হাজার ৫৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন ২৫২ জন।

এদিকে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক নাশকতার অভিযোগে সারা দেশ থেকে ২৯০ জনকে গ্রেপ্তার করেছে তারা। এর মধ্যে ঢাকায় ৭১ জন এবং ঢাকার বাইরে থেকে গ্রেপ্তার করা হয়েছে ২১৯ জনকে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net