রাজধানী ডেস্ক।।
রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট। শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় আগুন লাগে উত্তরা ৯ নম্বর সেক্টরের ২২ নম্বর বাসায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার। তিনি বলেন, উত্তরায় একটি ষষ্ঠতলা আবাসিক ভবনের পাঁচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৭টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান এই ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
আরও পড়ুন: সাকরাইন ঘিরে ঘুড়ি-নাটাই বিক্রির ধুম পুরান ঢাকায়