শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

রাজধানীর মিরপুর-১০ নম্বরে পুলিশ বক্সে আগুন

by ঢাকাবার্তা
মিরপুর-১০ নম্বরে পুলিশ বক্সে আগুন

স্টাফ রিপোর্টার ।। 

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে আগুন দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরের দিকে এ প্রতিবেদন লেখার সময় (দুপুর ২টা) পুলিশ বক্সের আগুন দাউ দাউ করে জ্বলছে। আগুন ক্রমেই ছড়িয়ে পড়ছে।

আগুনের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উপরের দিকে উঠছে। উপরে মেট্রোরেলের লাইনও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।

এর আগে সকাল ১১টার দিকে মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও আশপাশের শিক্ষার্থীরা মিরপুর-১০ গোল চত্বরে এসে অবস্থান নেন। এসময় ‘কোটাবিরোধী আন্দোলনের ওপর ভর করে স্বাধীনতা বিরোধীদের নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদে একটি সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠান করছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আন্দোলনকারীদের হামলায় সেই সভা পণ্ড হয়ে যায়।
Mirpur-03

পরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দিকে অবস্থান নেন। একই দিকে অবস্থান নিতে দেখা যায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে। তাদের সঙ্গে সাঁজোয়া যানও দেখা গেছে।

এ ঘটনার কিছুক্ষণ পরেই পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে আশেপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন। এরপর থেকেই তাদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net