রাজনীতি ডেস্ক।।
ব্যবসা শুরুর ইঙ্গিত দিয়েছেন ঢাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ই-কমার্সের ঘোষণা দিয়েছেন তিনি। তবে কি রাজনীতি ছেড়ে দিচ্ছেন নুর— এমন প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। গতকাল বুধবার নুর তার ফেসবুক পেজে ই-কমার্সের ঘোষণা দেন। তিনি বলেন, ‘একটি বিশেষ ঘোষণা ; ই-কমার্সের জন্য একটি সুন্দর নাম ও লোগোর আহ্বান।’

এই ই-কমার্সে সব ধরনের পণ্য থাকবে বলে জানিয়েছেন নুর। যার নাম সিলেক্ট হবে তাকে পুরস্কার হিসেবে পাঁচ হাজার টাকা ও যার লেগো সিলেক্ট হবে তাকে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন গণ অধিকার পরিষদের এই নেতা। সুন্দর, অর্থবহ ও ইউনিক নাম হতে হবে এবং সৃজনশীল, সুন্দর ও অর্থবহ লোগো হতে হবে বলেও জানিয়েছেন তিনি। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে নুরুল হক নুর কি রাজনীতি ছেড়ে দিচ্ছেন। নাকি একই সঙ্গে রাজনীতি ও ব্যবসা সামলাবেন নুর।
নুরের ওই ঘোষণায় মিনহাজ আহমেদ নামের একজন মন্তব্য করে বলেন, ‘ভাই এসব ছেড়ে দেন, নেতিবাচক ভাবছে মানুষ।’ এই মন্তব্যের উত্তর দেন নুর। তিনি বলেন, ‘উন্মুক্ত প্ল্যাটফর্মে ৫ হাজার মানুষের রিয়্যাকশন, এক হাজার মানুষের কমেন্ট। তার মধ্যে ২/৪ শ নেগেটিভ কমেন্ট হতেই পারে।’
নেটিজেনরা অনেকে জানতে চেয়েছেন, নুরুল হক নুর কি রাজনীতি ছেড়ে দিচ্ছেন। তবে এমন মন্তব্যের কোনো উত্তর দেননি নুর। আমজেদ হোসেন মীর নামের একজন প্রশ্ন করেছেন, ‘রাজনীতির মাঠের বাইরে চলে গেলেন কেন? আফসার উদ্দিন মারুফ নামের একজন লিখেছেন, ‘আপতত রাজনীতি বাদ এবার ব্যবসা করি।’
এদিকে নুরের ব্যবসার জন্যও শুভ কামনা জানিয়েছেন অনেকে।
২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। এর আগে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় আলোচনায় আসেন নুরুল হক নুর। ডাকসুর মেয়াদ শেষ হওয়ার পর তিনি রাজনৈতিক দল ‘গণঅধিকার পরিষদ’ প্রতিষ্ঠা করেন। বর্তমানে সংগঠনটির সভাপতি নুরুল হক নুর।
আরও পড়ুন: স্বতন্ত্র এমপিদের সঙ্গে রবিবার শেখ হাসিনার বৈঠক