বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রাজশাহীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, দুই নারীসহ নিহত ৫

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, রাজশাহী-ঢাকা মহাসড়কে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়

by ঢাকাবার্তা ডেস্ক
রাজশাহীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, দুই নারীসহ নিহত ৫

স্টাফ রিপোর্টার।।

রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা তিনটার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার কান্তপুর গ্রামের ইনসাব আলী (৭৫), তাঁর ছেলে আইয়ুব আলী (৩৫), আবু সাঈদের মেয়ে শারমিন আক্তার (১৭), বাকিদেবপুর গ্রামের হাসান আলীর স্ত্রী পারভিন বেগম (৩৫), মুকিমপুর গ্রামের মো. তোফাজ্জলের ছেলে অটোরিকশারচালক মোখলেসুর রহমান (৪০)।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, রাজশাহী-ঢাকা মহাসড়কে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি দোকানে ঢুকে যায়। পরে ট্রাকটি খাদে পড়ে যায়। হতাহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে পাঁচজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল জানান, হাসপাতালে যাঁদের আনা হয়েছিল তাঁদের মধ্যে দুজন নারীসহ পাঁচজন মারা গেছেন।

 

 

আরও পড়ুন: পাবনায় রাতভর অভিযানে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী গ্রেপ্তার

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net