সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

রাজের সঙ্গে সিনেমাটি এখনও চূড়ান্ত নয়: ইধিকা পাল

বাংলাদেশের আরও একটি সিনেমায় অভিনয়ের কথা শোনা যাচ্ছে কলকাতার অভিনেত্রী ইধিকা পালের। এ সিনেমায় ইধিকার বিপরীতে থাকবেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক শরীফুল রাজ

by ঢাকাবার্তা ডেস্ক
রাজের সঙ্গে সিনেমাটি এখনও চূড়ান্ত নয়: ইধিকা পাল

বিনোদন ডেস্ক।।

বাংলাদেশের আরও একটি সিনেমায় অভিনয়ের কথা শোনা যাচ্ছে কলকাতার অভিনেত্রী ইধিকা পালের। এ সিনেমায় ইধিকার বিপরীতে থাকবেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক শরীফুল রাজ। হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ সিনেমায় দেখা যাবে এ জুটিকে।

এ বিষয়ে ইধিকা পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘সিনেমাটির সবকিছু এখনও চূড়ান্ত নয়। মাত্র প্রাথমিক কথাবার্তা হয়েছে। স্ক্রিপ্ট এখনো পড়িনি। তবে পূজার পর সবকিছু ফাইনাল হতে পারে।’

শাকিব খানের বিতর্ক নিয়ে ভাবছি না: ইধিকা পাল

তিনি আরও বলেন, ‘সিনেমাটিতে আমি এখনো চুক্তিবদ্ধ হইনি। তবে বেশ কিছু সংবাদমাধ্যম এরইমধ্যে খবর প্রচার করেছে আমি চুক্তিবদ্ধ হয়েছি।’ বাংলাদেশের এই সিনেমায় চুক্তিবদ্ধ হলে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব, বলেন ইধিকা।

এর আগে এ বিষয়ে শরীফুল রাজ জানিয়েছেন, ‘এখনই যেহেতু কোনকিছু চূড়ান্ত হয়নি তাই আমি কিছু বলতে চাচ্ছি না। সময় হলে সবকিছু জানতে পারবেন। ইধিকা পাল খুব ভালো অভিনেত্রী। তার সঙ্গে কাজ করতে পারলে ভালো কাজই হবে।’

এদিকে ব্যক্তিগত কাজে কলকাতা যাচ্ছেন শরীফুল রাজ। তবে গুঞ্জন উঠেছে সিনেমাটির জন্যই রাজ কলকাতা যাচ্ছেন।

 

আরও পড়ুনঃ স্টার সিনেপ্লেক্সে আগামীকাল থেকে ৩৩ শো ‘মুজিব’ সিনেমার

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net