সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

রাতভর পুলিশের অমানবিক অভিযান, বিএনপির ২০ নেতাকর্মী আটক

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ

by ঢাকাবার্তা ডেস্ক
রাতভর পুলিশের অমানবিক অভিযান, বিএনপির ২০ নেতাকর্মী আটক

রাজনীতি ডেস্ক।।

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। রাতভর অভিযানে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ  দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের ২০ জনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, সরকারের পদত্যাগ ও দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে আজ (বুধবার) বিএনপির সমাবেশ রয়েছে। আর এই সমাবেশকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী বাসা-বাড়ি, হোটেল থেকে বিএনপির ২০ জনের বেশি নেতাকর্মীকে আটকের খবর পেয়েছি আমরা।

আটক নেতাদের মধ্যে রয়েছেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তাতি দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজমুল আলম নাজু, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেওয়াজ চৌধুরী শাওন, কালীগঞ্জ স্বেচ্ছাসেবক দলের নেতা তোফাজ্জল হোসেন মফা, কালিয়াকৈর স্বেচ্ছাসেবক দলের নেতা সরকার তুহীন, কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সেলিম, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন, পাবনা উপজেলা কৃষকদলের নেতা মো. রবিউল ইসলাম, দিনাজপুর জেলা ছাত্রদলের সভাপতি রেজা, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানী সোহেল ও ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল হোসেন পলাশ।

যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় আজ বুধবার (১৮ অক্টোবর) ঢাকায় গণসমাবেশ করবে বিএনপি। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে আন্দোলনের নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে।

 

আরও পড়ুনঃ প্রস্তুত মঞ্চ, জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net